***ওয়েবসাইট আপডেটের কাজ চলমান....*** সারা দেশ ব্যাপি প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সতীর্থ/সেচ্ছাসেবক সংগ্রহ চলছে। সতীর্থ নিবন্ধন ফরম পূরন করে আমাদের সাথে যুক্ত হয়ে এই মহতী উদ্দোগে অংশ নিন***

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪

🙏🏻নমস্কার 🙏🏻

প্রিয় সতীর্থ বৃন্দ, আমাদের ওয়েবসাইটে এখন থেকে পুরো রংপুর বিভাগের ৮টি জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে সতীর্থ সংখ্যার আপডেট তথ্য দেখতে পারবেন। যেহেতু ২ ধাপের কাজ রংপুর বিভাগ থেকে শুরু হচ্ছে তাই রংপুর বিভাগের সতীর্থ সংখ্যা প্রথমে আপডেট করা হলো। ক্রমান্বয়ে অন্যান্য বিভাগের সকল জেলা উপজেলার আপডেট সতীর্থ  সংখ্যা প্রকাশ করা হবে। চোখ রাখুন www.amar2tk.org তে। 

কোন তথ্যে ভুল-ত্রুটি থাকলে কমেন্টে লিখুন অথবা হোয়াসএ্যাপে জানান।

“দ্বিতীয় ধাপের কার্যক্রম বিষয়ক বিজ্ঞপ্তি”

“দ্বিতীয় ধাপের কার্যক্রম বিষয়ক বিজ্ঞপ্তি”
ও৩ম্ তৎ সৎ

সম্মানিত সুধী,
নমস্কার।
ইতোমধ্যে বেশিরভাগ জেলাতে ১০ জনের অধিক সতীর্থ যুক্ত হওয়ায় সেই সেই জেলায় অত্র কার্যক্রমকে বেগবান ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য স্ব স্ব জেলার সতীর্থদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের সমর্থনে আমাদের প্রকল্পের লিফলেটে বর্ণিত দ্বিতীয় ধাপের কাজ অর্থাৎ জেলা প্রতিনিধি মনোনীত করার কার্যক্রম পরিচালিত হবে ৩টি পদ্ধতিতে; যথা-
১। সতীর্থদের সমর্থনে ;
২। উপজেলা সমন্বয়কারীদের সমর্থনে ;
৩। এ্যাডমিন প্যানেল কর্তৃক।


১। যেসকল জেলার সকল উপজেলায় ন্যূনতম একজনও সতীর্থ যুক্ত হননি অথচ জেলায় ১০ জনের

Test post for FB automation check

 বাংলাদেশে বসবাসরত সকল সনাতনীর ধর্মাবলম্বীর কাছ থেকে জনপ্রতি ন্যূনতম দুই ২ (দুই) টাকা করে অনুদান আদায় করে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। তাই আমাদের এই প্রতিষ্ঠানের একাউন্টের নাম “আমার ২ টাকার ফান্ড”


একজন সতীর্থ হিসেবে আপনার দ্বায়িত্ব ও কর্তব্য


এর একজন সতীর্থ হিসেবে আপনার দ্বায়িত্ব কর্তব্য- আপনার নিত্য নৈমিত্তিক কাজের পাশাপাশি বাংলাদেশের যে কোন প্রান্তে সনাতন ধর্মাবলম্বী (কোনো ব্যাক্তি, মতবাদ, সংগঠন,বর্ণের উর্দ্ধে)অধ্যুষিত এলাকা থেকে নুন্যতম একজন নিঃস্বার্থ বান সতীর্থ খুজে বের করা অথবা

আমার ২ টাকার ফান্ড সন্মন্ধে বিস্তারিত তথ্য

 

ওঁম্ তৎ সৎ

নমস্কার,
"আমার ২ টাকার ফান্ড" পরিবার এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


**সম্মানিত সুধী,
আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যঃ-

  •   বিজ্ঞান আমাদের গতি দেয় আর ধর্ম দেয় দিশা। বিজ্ঞানের গতির সাথে সাথে আমাদের দিশা নির্নয় অত্যান্ত জরুরী, তাই- সাধারণ শিক্ষার পাশাপাশি, কোনো ব্যাক্তি-কোনো মতবাদ- কোনো সংগঠনের উর্দ্ধে থেকে, সনাতন ধর্মিয় শিক্ষার, একটি- পুর্ণাঙ্গ সিলেবাস প্রনয়নের মাধ্যমে, বাংলাদেশের যে কোন প্রান্তে, পাইলট প্রজেক্ট হিসেবে

দ্বিতীয় ধাপের কার্যক্রম রংপুর বিভাগ থেকে শুরু

নমস্কার        

সম্মানিত সুধী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে "২৳ ফান্ড" প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চারটি ধাপে চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপের কার্যক্রম রংপুর বিভাগ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ জেলা প্রতিনিধি মনোনীত করা অত্র কার্যক্রমে স্ব স্ব জেলার নিবন্ধিত সকল সতীর্থদের সহযোগিতা কামনা করি।

নতুন সতীর্থ সংগ্রহের জন্য বিস্তারিত ধারণা

আমাদের উদ্যোগ/পরিকল্পনা/প্রয়াস/কার্যক্রম সফল করার মানসে আমরা যারা এক হয়েছি/হচ্ছি সকলের উদ্দেশ্যে কয়েকটি অনুরোধ:

১) অত্র কার্যক্রম সম্পর্কে পুরোপুরি অবগত না হয়ে থাকলে এই লিঙ্কটি (https://www.amar2tk.org/p/blog-page_10.html) ওপেন করে যথেষ্ট মনোযোগ সহকারে পুরোটা পড়বেন। নতুন সতীর্থ সংগ্রহের জন্যও উক্ত লিঙ্কটি প্রেরণ করে তাকেও একই কাজ করতে বলবেন। সেইসাথে তিনিও যেন নতুন সতীর্থ সংগ্রহের ক্ষেত্রে একই কাজ করেন সেরকম অনুরোধ করবেন।

২) যদি কেউ এখনো গুগল ফরম পূরণ করে সতীর্থ হিসেবে যোগদান না করে থাকেন তবে উক্ত লিঙ্কে প্রবেশ করে আর্টিকেলটির শেষে দেওয়া গুগল ফরমটি পূরণ করে সতীর্থ হিসেবে যুক্ত হবেন।

৩) যেহেতু আপনি উক্ত কাজে নিজের যতটুকু সম্ভব সময়-মেধা-শ্রম নিয়োগ করার জন্য যুক্ত হয়েছেন, আপনার বিনোদনের সময় থেকে একটু সময় বাঁচিয়ে বা সারাদিনের মধ্যে একটু সময় বের করে সারাদেশে পরিচিত সনাতনীদের অত্র কার্যক্রম সম্পর্কে জানানোর পাশাপাশি সতীর্থ সংগ্রহের যথাসম্ভব চেষ্টা করবেন এবং প্রতিদিন রাত ৯টা থেকে ১২ পর্যন্ত মিটিং-এ যোগদান করে অন্যদের মতামত শোনা ও প্রয়োজনে নিজ নিজ মতামত প্রদান করে কানেক্টিভিটি রক্ষা করবেন এবং তথ্য সম্পর্কে আপডেট থাকবেন।


বি: দ্র: বাংলাদেশী সনাতনীদের সামগ্রিক কল্যাণের জন্য গৃহীত কার্যক্রমটি সফল করতে প্রত্যেকের অবদান একান্ত জরুরি।

এডমিন/মডারেটরদের জন্য সতর্কীকরণ ঘোষনা

"আমার ২ টাকার ফান্ড"-এর ফেসবুক, মেসেঞ্জার, গুগলমিট, হোয়াটসএ্যাপসের এডমিন/মডারেটরদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আপনি যে মতবাদেই বিশ্বাসী তা আপনার মাঝেই সীমাবদ্ধ রাখুন। যেহেতু সর্বজনীন ভাবে সনাতনীদের বৃহত্তর কল্যাণের জন্যে আমরা সকলে একত্রিত হয়েছি সেহেতু নিজের এবং এই মহতী কার্যক্রমের নিরপেক্ষতা নিশ্চিতের লক্ষে

Live Chat on WhatsAppwww.amar2tk.org
Namosker, I am website admin JM_S@dhan. How can I help you? ...
Click here to start chat