ওম্ তৎ সৎ
সম্মানিত সুধী,
নমস্কার। আগামীকাল শুক্রবার (২৭শে ডিসেম্বর, ২০২৪) সকাল ১০ টায় স্থানীয় শান্তিনগর মন্দিরে (তারাকান্দা , ময়মনসিংহ) জানুয়ারি-২০২৫ইং স্কুল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত সমন্বয় সভায় তারাকান্দা উপজেলা তথা আশেপাশের নিবন্ধিত প্রিয় সতীর্থ বৃন্দকে উপস্থিত থেকে আপনার মতামত উপস্থাপন এবং সার্বিক সহযোগিতা করার জন্য আমন্ত্রণ রইলো।
**বিষয়ঃ-তারাকান্দা উপজেলা পর্যায়ের সমন্বয় ও আলোচনা সভা ।*
***তারিখঃ- ২৭/১২/২০২৪ ইং
**সময়ঃ- সকাল ১০ টা
**স্থানঃ- শান্তিনগর মন্দির (তারাকান্দা)
আমন্ত্রণে
জানুয়ারি-২০২৫ স্কুল কার্যক্রম
বাস্তবায়নের আহবায়ক কমিটি
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
প্রধান কার্যালয়ঃ- দাউদপুর তালদিঘী, তারাকান্দা, ময়মনসিংহ