***ওয়েবসাইট আপডেটের কাজ চলমান....*** সারা দেশ ব্যাপি প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সতীর্থ/সেচ্ছাসেবক সংগ্রহ চলছে। সতীর্থ নিবন্ধন ফরম পূরন করে আমাদের সাথে যুক্ত হয়ে এই মহতী উদ্দোগে অংশ নিন***

আলোর মুখ দেখতে শুরু করছে

 

"সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা"

প্রিয় সুধী,

বহুল প্রতিক্ষিত সেই "সনাতনী জ্ঞানতীর্থ" শিক্ষা প্রতিষ্ঠান ছোট পরিসরে হলেও অবশেষে, পাঠদান কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছে (সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর একটি প্রকল্প শিক্ষা) । স্নাতক এবং স্নাতকোত্তর ৬ জন শিক্ষার্থীকে পাঁচদিনের ট্রেনিং শেষে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের মাধ্যমে গত ২৩ শে এপ্রিল রোজ বুধবার থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে ‌। 

৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং 

শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিকাল ৩ঃ৩০ টা থেকে বিকাল ৫ঃ৩০ টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলমান রয়েছে।


পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয়ে প্রাইভেট ভাবে প্রতিদিন বিকাল ৪ টা থেকে ৬টা পর্যন্ত শিক্ষা প্রদান করা হচ্ছে। 

সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতি শুক্রবার থাকছে স্পেশাল ধর্মীয় শিক্ষা এবং শনিবার থাকছে অভিজ্ঞ সঙ্গীতাচার্যের মাধ্যমে সংগীত শিক্ষা। এভাবেই পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক তথা একদিন এই শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হবে তারই ধারাবাহিকতায়  আমাদের পথচলা।

সনাতনী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্প সামনের দিকে এগিয়ে নিতে এবং বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে একই ভাবে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে। বাংলাদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী সকল সম্প্রদায়ের মতপথ বর্ণ গোত্রের ঊর্ধে থেকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে  সহযোগিতার হাত বাড়িয়ে দিলে খুব শীঘ্রই আমরা অন্যান্য বিভাগেও এই একই ধরনের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব বলে বিশ্বাস করি।



কথায় নয় আমরা কাজে বিশ্বাস করি-২০২৩ ইং সালের অক্টোবর মাস থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলা থেকে উন্মুক্তমনা কিছু মানুষের (সতীর্থ) সহযোগিতায় আমরা একটু হলের আলোর মুখ দেখতে পাচ্ছি, আর তাইতো আমরা সকল মত পথ ভুলে আমাদের প্রথম প্রকল্প ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় গড়তে সক্ষম হয়েছি। কোন কিছু করতে হলে নির্দিষ্ট একটা জায়গা থেকেই শুরু করতে হয় অতএব আমরা যেন কেউ কোনোভাবেই বিষয়টিকে অন্যভাবে না নেই, কোন ধরনের সমালোচনা না করি কেননা আমরা বিভিন্নভাবে অর্থ ব্যয় করলেও শিক্ষা প্রতিষ্ঠান করার স্বপ্ন অনেকেরই নেই। তাই সেই মানুষগুলোকে নিয়েই আমরা পথ চলা শুরু করি যারা মনে করে যে বাংলাদেশের যে প্রান্তেই উন্নয়ন ঘটক সেটাই আমাদের সকলের। এমন উন্মুক্ত চিন্তা করতে না পারলে আমরা কোনদিন সফল হতে পারব না। আজ ময়মনসিংহ হয়েছে কাল রংপুর হবে তারপরে চট্টগ্রাম, বরিশাল রাজশাহী, সিলেট,খুলনা এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনিও আমাদের সাথে যুক্ত থাকুন আপনার বন্ধু বান্ধব কে উৎসাহিত করুন অবশ্যই আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব আপনার দুয়ারে আগামী প্রজন্মকে ভালো কিছু উপহার দেয়ার জন্য। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সহযোগিতায় আমরা ৬৪ জেলার সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের কাছে পৌঁছে যাব এবং সবার সহযোগিতায় আমরা আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করব সেটাই আমাদের প্রত্যাশা।

Live Chat on WhatsAppwww.amar2tk.org
Namosker, I am website admin JM_S@dhan. How can I help you? ...
Click here to start chat