ওঁ তৎ সৎ
নমস্কার।
'আমার ২ টাকার ফাণ্ড' এডমিন প্যানেলের সীদ্ধান্ত ক্রমে জানাচ্ছি যে, এই জানুয়ারী মাসের মধ্যে আমরা ১০(দশ) হাজার রঙিন লিফলেট ছাপিয়ে বিভিন্ন জেলা/উপজেলায় প্রচারের জন্য পাঠানোর লক্ষমাত্রা নির্ধারন করেছি। সর্বনিম্ন ২(দুই) হাজার লিফলেটের খরচ বহন করে আপনি/আপনারা নিজ প্রতিষ্ঠান/ব্যবসা/দোকান কিংবা সৌজন্যে নিজের নাম ব্যবহার করতে পারেন। এতে আপনার/প্রতিষ্ঠানের প্রচারে সহায়ক হবে বলে মনে করি। এটি মূলত বানিজ্যিক বিজ্ঞাপন নয়, এটি আমাদের কার্যক্রমের প্রতি সমর্থন ও সহায়তার জন্য অনুদান স্বরূপ।
যারা নিচের নমুনা রঙিন লিফলেটের ২ হাজার কপির স্পনসর হতে আগ্রহী তাদেরকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।
অনুরোধে-
আমার ২ টাকার ফাণ্ড পরিবার
যোগাযোগ: +8801750142192 (লিটন সাহা)