***ওয়েবসাইট আপডেটের কাজ চলমান....*** সারা দেশ ব্যাপি প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সতীর্থ/সেচ্ছাসেবক সংগ্রহ চলছে। সতীর্থ নিবন্ধন ফরম পূরন করে আমাদের সাথে যুক্ত হয়ে এই মহতী উদ্দোগে অংশ নিন***

অনুদান সংগ্রহকারীর দায়িত্ব-কর্তব্য ও শর্তাবলি



সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আওতায় শিক্ষা প্রকল্প
বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক সনাতনী পরিবার থেকে ‘আমার ২ টাকার ফান্ড’-এর

অনুদান সংগ্রহকারীর দায়িত্ব-কর্তব্য ও শর্তাবলি :


১. একজন অনুদান সংগ্রহকারী হতে হলে আপনাকে অবশ্যই ‘আমার ২টাকার ফান্ড’ প্রকল্পের নিবন্ধিত সতীর্থ হতে হবে।
২. আপনি কোন এলাকায় অনুদান সংগ্রহ করতে চান তার সুনির্দিষ্ট তথ্য দিতে হবে।
৩. অত্র কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নিজ উপজেলা প্রতিনিধির সাথে যোগাযোগের মাধ্যমে কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলতে হবে।
৪. সংগৃহীতব্য এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক, রাজনৈতিক তথা ধর্মীয় সক্রিয় সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর ‘এসডিএফ’ কর্তৃক অত্র প্রকল্প বাস্তবায়নের পক্ষে সহযোগিতা চেয়ে চিঠি প্রেরণ করা হয়েছে কি-না অনুদান সংগ্রহ কার্যক্রম শুরু করার পূর্বে তা নিশ্চিত হতে হবে।
৫. প্রত্যেক অনুদান সংগ্রহকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ এবং সতীর্থ ফর্মে দেয়া মোবাইল নম্বর ব্যবহার করে এডমিন প্যানেল থেকে প্রত্যেকের জন্য ইউনিক আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে, যা অনুদান সংগ্রহ ও জমা দেয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৬. শুধুমাত্র এসডিএফ কর্তৃক সরবরাহকৃত রসিদ যথাযথভাবে পূরণের মাধ্যমেই অনুদান সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট রসিদ ব্যতীত যেকোনো লেনদেনের জন্য এসডিএফ দায়ী থাকবে না।
৭. সংগৃহীত অনুদান ব্যাংক/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কেন্দ্রে জমা দিয়ে নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করতঃ অনুদান কেন্দ্রীয় এ্যাকাউন্টে জমা হয়েছে কি-না এসএমএস-এর মাধ্যমে তা নিশ্চিত হতে হবে।
৮. উদ্ভূত পরিস্থিতি অনুসারে বিদ্যমান শর্তাবলির যেকোনো পরিবর্তন বা নতুন শর্তাবলি আরোপ করা হতে পারে। সেক্ষেত্রে নোটিশ প্রদান করা হবে।

বিঃ দ্রঃ - লিফলেটে দেওয়া নম্বরে প্রয়োজনের ধরণ অনুসারে যোগাযোগ করা যেতে পারে।

 

No comments:

Post a Comment

Live Chat on WhatsAppwww.amar2tk.org
Namosker, I am website admin JM_S@dhan. How can I help you? ...
Click here to start chat