বর্ণ-গোত্র-সম্প্রদায় নির্বিশেষে সকলকে নিয়ে গঠিত আমাদের প্রিয় সংগঠন এসডিএফ কর্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের ঐতিহ্যবাহী বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পূর্বসুরি জমিদার/বিশিষ্ট ব্যক্তিগন গড়ে গেছেন, কিন্তু ধর্মীয় জ্ঞান লাভের জন্য সনাতন ধর্মীয় কোন প্রতিষ্ঠান তৈরী করেননি। এখন সনাতনী বাদে অন্য ধর্মাবলম্বীদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এনজিও, চ্যারিটেবল ফান্ড প্রভৃতি রয়েছে। কিন্তু আমাদের তেমন কিছুই নেই, আছে শুধু ভেদাভেদ ও মতান্তর। যা আমাদের অস্তিত্বের সংকটকে আরো সংকটাপন্ন করে তুলেছে। অথচ বর্ণিল সংস্কৃতি সম্বলিত এমন সনাতন ধর্ম কে জাগিয়ে তুলতে না পারলে জাতিয় ঐতিহ্য সংকটে পড়বে। আমরা উজ্জীবিত না হলে দেশের হাজার হাজার মন্দির হয়তো থাকবে কিন্তু অর্ধশত বছর পরে এইসব মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বলবে না। তাই আসুন সম্মিলিত প্রচেষ্টায় সনাতনীদের বৃহত্তর স্বার্থে কাজ করার লক্ষে সকলে এগিয়ে আসি।নোটিশটি সকলকে পড়ার ও অনুধাবন করার বিনীত অনুরোধ জানাচ্ছি।
*নোটিশটি পড়তে ছবিতে ক্লিক করুন।