ও৩ম্ তৎ সৎ
সম্মানিত সুধী,
নমস্কার।
ইতোমধ্যে বেশিরভাগ জেলাতে ১০ জনের অধিক সতীর্থ যুক্ত হওয়ায় সেই সেই জেলায় অত্র কার্যক্রমকে বেগবান ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য স্ব স্ব জেলার সতীর্থদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের সমর্থনে আমাদের প্রকল্পের লিফলেটে বর্ণিত দ্বিতীয় ধাপের কাজ অর্থাৎ জেলা প্রতিনিধি মনোনীত করার কার্যক্রম পরিচালিত হবে ৩টি পদ্ধতিতে; যথা-
১। সতীর্থদের সমর্থনে ;
২। উপজেলা সমন্বয়কারীদের সমর্থনে ;
৩। এ্যাডমিন প্যানেল কর্তৃক।
১। যেসকল জেলার সকল উপজেলায় ন্যূনতম একজনও সতীর্থ যুক্ত হননি অথচ জেলায় ১০ জনের অধিক সতীর্থ যুক্ত হয়েছেন, সেই সকল জেলায় সতীর্থদের সমর্থনে জেলা প্রতিনিধি মনোনীত করা হবে এবং জেলা প্রতিনিধির সমর্থনে প্রত্যেক উপজেলায় একজন করে সমন্বয়কারী মনোনীত করা হবে।
২। যেসকল জেলায় ১০ জনের অধিক এবং প্রতিটি উপজেলায় ন্যূনতম একজন করে সতীর্থ যুক্ত হয়েছেন, সেই সকল জেলার সকল উপজেলার সতীর্থদের সমর্থনে প্রত্যেক উপজেলায় উপজেলা সমন্বয়কারী মনোনীত করা হবে এবং মনোনীত উপজেলা সমন্বয়কারীদের সমর্থনে জেলা প্রতিনিধি মনোনীত করা হবে।
৩। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে মতানৈক্যের সৃষ্টি হলে জেলা প্রতিনিধি বা উপজেলা সমন্বয়কারী মনোনীত করতে এ্যাডমিন প্যানেল সহযোগিতা করবে।
তবে উল্লেখ থাকে যে, জেলা প্রতিনিধি বা উপজেলা সমন্বয়কারী কোনো পদ বা পদবী নয়; “আমার ২ টাকার ফান্ড”-এর কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আপনার সময়-শ্রম-মেধার মূল্যায়ন মাত্র। অতএব, জেলা প্রতিনিধি বা উপজেলা সমন্বয়কারীগণের সম্ভাব্য নামের তালিকা প্রকাশ করার পর যদি আমার বা আমাদের থেকে কর্মদক্ষতা সম্পন্ন নতুন করে যুক্ত হওয়া ব্যক্তি আমাদের সাথে সময়-শ্রম-মেধা দিয়ে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী/যোগ্য হন তবে অবশ্যই বর্তমানে মনোনীত জেলা প্রতিনিধি বা উপজেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্বরত প্রত্যেকেই তাকে সমর্থন করবো এবং তার সহযোগী হিসেবে অত্র কার্যক্রম গতিশীল করার চেষ্টা করবো - এমন মানসিকতা নিয়েই আমরা কার্যক্রম চালিয়ে যাবো।
"আমার ২টাকার ফান্ড"
বিঃদ্রঃ-আপনার জেলার সতীর্থদের সংখ্যা জানতে ওয়েবসাইটের সতীর্থ তালিকা ভিজিট করুন
আমি যুক্ত হতে চায়.
ReplyDeleteবাড়ি # চকরিয়া,কক্সবাজার।
বর্তমান ঠিকানা (চাকরিসূত্রে)# চট্টগ্রাম।
washingtondey1661@gmail.com
হরে কৃষ্ণ,
ReplyDeleteঅত্যন্ত মঙ্গল জনক উদ্যোগ
সর্বোচ্চ সমর্থন জানাই।
মিঠুন নাথ,
মিরসরাই, চট্টগ্রাম।
আপনাদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
ReplyDeleteসনাতন ধর্ম অবলম্বীদের মহৎ উদ্যোগ সফল হোক
ReplyDeleteঅনেক ভালো উদ্যোগ সফল হোক আমি নিজে অংশগ্রহণ করতে চাই পাহাড়তলী,চট্টগ্রাম
ReplyDelete