প্রশ্ন: একজন সনাতনী হিসেবে এ কাজে কিভাবে যুক্ত হবো?
উত্তর: গুগল ফরম পূরন করে আপনার সঠিক তথ্য দিয়ে যুক্ত হতে পারবেন।
প্রশ্ন: "সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)" এ সর্বনিম্ন কত টাকা অনুদান দেয়া যাবে?
উত্তর: মাথাপিছু প্রতি সনাতনীর সর্বনিম্ন ২ টাকা অনুদান দিতে পারবেন। একজন অতি দারিদ্র সনাতনীও যাতে অংশগ্রহন করতে পারে সে কারনে সর্বনিম্ন ২ টাকা ধরা হয়েছে। আপনি চাইলে এই মহতী কাজে ইচ্ছেমতো পরিমান দান করতে পারেন।
প্রশ্ন: আপনাদের কেন্দ্রীয় কমিটিতে কারা আছেন?
উত্তর: কেন্দ্র থেকে তৃণমূলে নয়, আমরা তৃণমূল থেকে প্রথমে ইউনিয়ন থেকে > উপজেলা থেকে > জেলা থেক > বিভাগ এর নেতৃত্ব গঠন করছি। তারপরে যোগ্যতার ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি নির্ধারিত হবে।
তবে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিষ্ঠাতা কমিটি, ৯ সদস্য বিশিষ্ট একটি মূল এডমিনপ্যানেল ও কিছু সংখ্যক উদ্যমীর সমন্বয়ে একটি অনলাইন এডমিনপ্যানেল দ্বারা বর্তমানে এসডিএফ পরিচালিত হচ্ছে।
তবে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিষ্ঠাতা কমিটি, ৯ সদস্য বিশিষ্ট একটি মূল এডমিনপ্যানেল ও কিছু সংখ্যক উদ্যমীর সমন্বয়ে একটি অনলাইন এডমিনপ্যানেল দ্বারা বর্তমানে এসডিএফ পরিচালিত হচ্ছে।
প্রশ্ন: আপনারা কোন সম্প্রদায় বা কোন মতাদর্শের?
উত্তর: আমরা ব্যক্তিগতভাবে একেক জন ভিন্ন ভিন্ন মত ও পথ অনুসরন করি। তবে এই শিক্ষালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ। এই প্রতিষ্ঠান সকল সনাতনীর সার্বজনীন প্রতিষ্ঠান।
প্রশ্ন: কোথায় বা কোন স্থানে হবে এই শিক্ষালয়?
উত্তর: এটি একটি মেগা প্রজেক্ট, ক্রমান্বয়ে সকল বিভাগে এমন শিক্ষালয় গড়ার দৃঢ় প্রচেষ্টা আমাদের সকলের। প্রথমত দেশের যে কোন প্রান্তে উপদেষ্টা পরিষদের সীদ্ধান্তে যে কোন সুবিধাজনক স্থানে এটি হতে পারে। প্রথম শিক্ষালয়টি প্রস্তাবিত রয়েছে ময়মনসিংহ জেলায়।
প্রশ্ন: আমি কিভাবে অনুদান পাঠাবো?
উত্তর: রকেট ও নগদ (সেন্ড মানি)/ বিকাশ (পেমেন্ট) নম্বর:
01886880299
[রেফারেন্স হিসেবে আপনার (দাতার) ফোন নম্বরটি দিন]
হিসাবের নাম : সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
চলতি হিসাব নম্বর : 0100256191461
জনতা ব্যাংক পিএলসি, বাড্ডা শাখা, ঢাকা
অনুদান পাঠাতে বিকাশ পেমেন্ট লিংক: bkash.com/paymentlink এখানে ক্লিক করুন
01886880299
[রেফারেন্স হিসেবে আপনার (দাতার) ফোন নম্বরটি দিন]
হিসাবের নাম : সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
চলতি হিসাব নম্বর : 0100256191461
জনতা ব্যাংক পিএলসি, বাড্ডা শাখা, ঢাকা
অনুদান পাঠাতে বিকাশ পেমেন্ট লিংক: bkash.com/paymentlink এখানে ক্লিক করুন
প্রশ্ন: কবে কখন অনুদান সংগ্রহ করা হবে?
উত্তর: অনুদান সংগ্রহ চলমান রয়েছ।
প্রশ্ন: এই প্রতিষ্ঠান কোন একজন নির্দিষ্ট গুরুর অধীনে চলবে কিনা, নাকি সনাতনী সার্বজনীন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে?
উত্তর: সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা এই প্রতিষ্ঠান কোন ব্যক্তি কোন মতবাদ কোন গুরুবাদের উপর প্রতিষ্ঠিত নয় এটি সনাতন ধর্মীয় সকল ধর্মগ্রন্থের সমন্বয়ে একটি যুগ উপযোগী সিলেবাস প্রণয়নের মাধ্যমে সাধারণ শিক্ষার পাশাপাশি পাঠদান করানো হবে।
প্রশ্ন: অনুদান সংগ্রহের সময় দাতাকে রশিদ প্রদান করা হবে কি?
উত্তর: শুধুমাত্র এসডিএফ কর্তৃক সরবরাহকৃত রসিদ যথাযথভাবে পূরণের মাধ্যমেই অনুদান সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট রসিদ ব্যতীত যেকোনো লেনদেনের জন্য এসডিএফ দায়ী থাকবে না।
প্রশ্ন: কেমন পরিবারের ছেলেমেয়েরা এখানে পড়ার সুযোগ পাবে?
উত্তর: সনাতন ধর্মীয় সকল সম্প্রদায়ের শিক্ষার্থীগণ এখানে পড়ার সুযোগ পাবেন।
প্রশ্ন: কোন্ পদ্ধতিতে দৈনন্দিন উপাসনা করানো হবে?
উত্তর: ধর্মীয় অজ্ঞতার কারণেই আমরা বিচ্ছিন্ন। সকল ধর্মগ্রন্থ চর্চার মাধ্যমে সত্য এবং সঠিক পথ অবলম্বন করাই আমাদের লক্ষ্য।
প্রশ্ন: উচ্চবর্ণ নিন্ম বর্ণ ভেদাভেদ বিষয়ে আপনাদের (এসডিএফ) এর অবস্থান কি?
উত্তর: আমরা সকলেই অমৃতের সন্তান, মানুষের মধ্যে কেহ ছোট নয় কেহ বড় নয়, সকলেই ভাই ভাই। আমাদের এই প্রতিষ্ঠানের সকলেই পড়ার অধিকার রাখে আমারা বৈষম্যের বিরুদ্ধে। কর্মের মাধ্যমে যে যার যোগ্যতা দিয়ে কর্ম পরিচালনার অধিকার রাখে।
প্রশ্ন: এই সনাতনী শিক্ষালয়ে সাধারণ শিক্ষার সাথে ধর্মীয় কি কি বিষয় থাকবে?
উত্তর: গুরুকুলের আদলে যুগোপযোগী সনাতনী শিক্ষালয়ে সাধারণ শিক্ষার সাথে আরও থাকবে-
* তথ্য-প্রযুক্তি * ধর্মীয় পাঠদান * আবাসিক সুবিধা * স্বল্পমেয়াদী কোর্স * সমৃদ্ধ লাইব্রেরি * ধর্মীয় সংস্কৃতি চর্চা * যোগব্যায়াম ও আত্মরক্ষা * যুগোপযোগী বিবিধ বিষয়।
প্রশ্ন: এটি কি ধরনের সংগঠন?
উত্তর: 'এসডিএফ' একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যা বাংলাদেশে বসবাসরত সনাতনী সম্প্রদায় তথা পিছিয়ে পড়া অসস্থল, অসহায়, দুঃস্থ,সুবিধাবঞ্চিত শিশু ও ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরণের কর্মকান্ড গ্রহণ এবং বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ এর মাধ্যমে কর্মসংস্থান এর ব্যবস্থা করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বৃহত্তর ভূমিকা রাখবে। সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন-কানুন অনুসরণ করবে।
প্রশ্ন: এসডিএফ এর কার্যএলাকা কতটুকু?
উত্তর: বাংলাদেশের সমগ্র এলাকায় 'এসডিএফ' এর সাংগঠনিক এলাকা হিসেবে গণ্য হবে এবং বিদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীগণ আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্যে একমত হয়ে সংগঠনের প্রবাস শাখায় যুক্ত হতে পারবেন। মহানগর, জেলা, উপজেলা/থানা পর্যায়ে প্রতিষ্ঠানটির শাখা বিস্তৃত থাকবে।
প্রশ্ন: এসডিএফ এর সদস্যের প্রকারভেদ আছে কি?
উত্তর: গঠন তন্ত্র অনুসারে ৩ ধরনের সদস্য রয়েছে-
ক) সাধারণ সদস্য: যারা ভর্তি নীতিমালা ও গঠনভন্ত্র মেনে নিবন্ধন করে সদস্য হবেন। মাসিক/স্বেচ্ছায় অনুদান প্রদান ও কার্যকর ভূমিকা পালন করবেন তারাই সাধারণ সদস্য বলে পণ্য হবেন।
খ) আজীবন সদস্য যিনি এককালীন ন্যূনতম ১,০০,০০০ (এক লক্ষ) টাকা বা সমপরিমাণ সম্পদ/উপকরণ সংগঠনকে দান করবেন তিনি অজীবন সদস্য বলে গণ্য হবেন।
গ) দাতা সদস্য যিনি এককালীন ন্যূনতম ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা/মালামাল বা নিয়মিতভাবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অনুদান দেবেন তিনি দাতা সদস্য বলে গণ্য হবেন।
ক) সাধারণ সদস্য: যারা ভর্তি নীতিমালা ও গঠনভন্ত্র মেনে নিবন্ধন করে সদস্য হবেন। মাসিক/স্বেচ্ছায় অনুদান প্রদান ও কার্যকর ভূমিকা পালন করবেন তারাই সাধারণ সদস্য বলে পণ্য হবেন।
খ) আজীবন সদস্য যিনি এককালীন ন্যূনতম ১,০০,০০০ (এক লক্ষ) টাকা বা সমপরিমাণ সম্পদ/উপকরণ সংগঠনকে দান করবেন তিনি অজীবন সদস্য বলে গণ্য হবেন।
গ) দাতা সদস্য যিনি এককালীন ন্যূনতম ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা/মালামাল বা নিয়মিতভাবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অনুদান দেবেন তিনি দাতা সদস্য বলে গণ্য হবেন।
Admin Panel এর বর্ণনা প্রয়োজন!
ReplyDelete৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিষ্ঠাতা কমিটি, ৯ সদস্য বিশিষ্ট একটি মূল এডমিনপ্যানেল ও কিছু সংখ্যক উদ্যমীর সমন্বয়ে একটি অনলাইন এডমিনপ্যানেল দ্বারা বর্তমানে এসডিএফ পরিচালিত হচ্ছে।
Deleteদারুণ উদ্যোগ
ReplyDeleteশুভ কামনা রইল,,
🚩জয় শ্রী রাম🙏
ReplyDeleteশুভকামনা রইল
ReplyDeleteশুভ কামনা রইল
ReplyDelete