***ওয়েবসাইট আপডেটের কাজ চলমান....*** সারা দেশ ব্যাপি প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সতীর্থ/সেচ্ছাসেবক সংগ্রহ চলছে। সতীর্থ নিবন্ধন ফরম পূরন করে আমাদের সাথে যুক্ত হয়ে এই মহতী উদ্দোগে অংশ নিন***

আমার ২ টাকার ফান্ড সন্মন্ধে বিস্তারিত তথ্য

 

ওঁম্ তৎ সৎ

নমস্কার,
"আমার ২ টাকার ফান্ড" পরিবার এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


**সম্মানিত সুধী,
আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যঃ-

  •   বিজ্ঞান আমাদের গতি দেয় আর ধর্ম দেয় দিশা। বিজ্ঞানের গতির সাথে সাথে আমাদের দিশা নির্নয় অত্যান্ত জরুরী, তাই- সাধারণ শিক্ষার পাশাপাশি, কোনো ব্যাক্তি-কোনো মতবাদ- কোনো সংগঠনের উর্দ্ধে থেকে, সনাতন ধর্মিয় শিক্ষার, একটি- পুর্ণাঙ্গ সিলেবাস প্রনয়নের মাধ্যমে, বাংলাদেশের যে কোন প্রান্তে, পাইলট প্রজেক্ট হিসেবে একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাই আমাদের লক্ষ্য যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞান বিজ্ঞানের চর্চায় ঐক্যের পথ সুগম করবে। সনাতন ধর্মীয় অনুশাসন আচার ব্যবহার কৃষ্টি কালচার দৃষ্টিভঙ্গি স্বদেশপ্রেম স্ব-ভুমি, স্বজাতি রক্ষার এক নতুন দুয়ার উন্মোচিত করবে । অত্র শিক্ষা প্রতিষ্ঠানে, সনাতন ধর্মাবলম্বী-সকল সম্প্রদায়ের মানুষের সর্বজনীন সীকৃতি ও সম অধিকার নিশ্চিত করার নিমিত্তে বাংলাদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে জন প্রতি নুন্যতম ২টাকা হারে অনুদান আদায় করে, অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য সনাতনী অধ্যুষিত (একটি পরিবার/একাধিক পরিবার) প্রত্যেকটি এলাকা থেকে অনুদান আদায়কারী হিসেবে নুন্যতম একজন করে সতীর্থ  গুগল ফরম পূরণের মাধ্যমে তার তথ্য নিশ্চিত করে ডাটা বেজ তৈরি করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গত ১০ অক্টোবর ২০২৩ইং তারিখ থেকে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে উক্ত কার্যক্রমের সাথে সহমত পোষণ করে বাংলাদেশের ৬২ টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১২ শতাধিক সতীর্থ google ফর্ম পূরণের মাধ্যমে "আমার ২টাকার ফান্ড" পরিবারের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন ।


**সন্মানিত সুধী,
অত্র প্রতিষ্ঠান বা প্রকল্পটি বাস্তবায়ন করার আমাদের কার্যক্রমকে  ৪ টি ধাপে বিভক্ত করা হয়েছে।
যেমন-

১। প্রথম ধাপঃ- সতীর্থ বা অনুদান আদায়কারী সংগ্রহ ।
২। দিতীয় ধাপঃ- জেলা উপজেলায় প্রতিনিধি  মনোনীত করা ।
৩। তৃতীয় ধাপঃ- উপদেষ্টা বা আহ্বায়ক কমিটি গঠন ।
৪। চতুর্থ ধাপঃ- অনুদান আদায় ।


**ধাপগুলোর প্রাথমিক বিবরন-
১। সতীর্থ সংগ্রহঃ- যে বা যাহারা ব্যাক্তি,সংগঠন ও মতবাদের উর্দ্ধে গিয়ে সময় শ্রম মেধা দিয়ে অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করার জন্য অনলাইনের মাধ্যমে গুগল ফর্ম পূরণ করে তার তথ্য নিশ্চিত করবেন তিনি অনুদান আদায়কারী অথবা সতীর্থ হিসেবে পরিচয় লাভ করবেন। সেই লক্ষ্যে প্রতি জেলায় নুন্যতম দশ(১০) জন সতীর্থ নিশ্চিত হওয়ার পর অত্র জেলায় আমাদের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে । সতীর্থ হিসেবে যুক্ত হওয়ার জন্য www.amar2tk.org ওয়েব সাইটি ভিজিট করে মেনুবার থেকে "সতীর্থ নিবন্ধন" অপশনে ক্লিক করে ফর্ম পূরণ করার আমন্ত্রণ রইলো ।

২। দ্বিতীয় ধাপঃ- উক্ত কর্ম যজ্ঞ টি সুশৃংখলভাবে পরিচালনা করার জন্য জেলার নুন্যতম দশজন সতীর্থ বা তদূর্ধ্ব সতীর্থদের মনোনীত ব্যক্তি অত্র জেলার জেলা প্রতিনিধি হিসেবে মনোনীত হবেন । জেলা প্রতিনিধি এবং অত্র জেলার সতীর্থদের সমন্বয় জেলার প্রত্যেক উপজেলায় একজন করে উপজেলা সমন্বয়কারী মনোনীত হবেন । জেলা প্রতিনিধি এবং উপজেলা সমন্বয়কারীর মাধ্যমে প্রতিটি ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন বা প্রয়োজনে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা থেকে নুন্যতম একজন করে সতীর্থ নিশ্চিত করবেন যারা সময় শ্রম এবং মেধা দিয়ে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবেন।

তৃতীয় ধাপঃ-
উপদেষ্টা বা আহ্বায়ক কমিটি-জেলা প্রতিনিধিগণ তাদের স্ব স্ব বিভাগের জেলা প্রতিনিধিদের সমন্বয়ে অত্র বিভাগ থেকে একজন উপদেষ্টা বা আহ্বায়ক মনোনীত করবেন। এমনিভাবে বাংলাদেশের  ৮ টি বিভাগের  মনোনীত ৮ জন উপদেষ্টা বা আহ্বায়কের সমন্নয়ে তাদের কাজের সুবিধার্থে (প্রয়োজনে) তাদের মনোনীত আরো দুই একজন সহযোগী এবং জমির মালিক পক্ষের একজন সহ এই ১১ সদস্য বিশিষ্ট ব্যাক্তিগণ উপদেষ্টা বা আহ্বায়ক কমিটি হিসেবে পরিচিত হবেন।
আহ্বায়ক কমিটির কার্যক্রম -
১। জমি নির্বাচন, জমির মালিক পক্ষের সাথে চুক্তি পত্র সম্পাদন ।
২। প্রতিষ্ঠানের নাম করন।
৩। ব্যাংক এ্যাকাউন্ট সহ সকল ধরনে আইনি কার্যক্রম ।
৪। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও বিবিধ ।
৬। অনুদান আদায়ের অনুমোদন ।
৫। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস প্রনয়ণ ।


**চতুর্থ ধাপ
অনুদান আদায়ঃ-
উপদেষ্টা/আহ্বায়ক কমিটি অত্র প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্যেশ্য বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শেষ করে, প্রস্তাবিত প্রতিষ্ঠানের পক্ষে অনুদান আদায়ের লক্ষ্যে সচ্ছতা ও জবাবদিহিতার জন্য কাগজ পত্রাদি প্রনয়ন পূর্বক জেলা প্রতিনিধিগণ কে অনুদান আদায়ের দিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে। জেলা প্রতিনিধি এবং উপজেলা সমন্বয়কারীর সমন্বয়ে সতীর্থগণ  অনুদান আদায় করবেন ।

**তবে উল্লেখ্য যে প্রস্তাবিত ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ৭ একর ভূমি ক্রয় করে তার উপর অত্র প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই প্রকল্পের প্রাথমিক ব্যায় ধরা হয়েছে ছয় কোটি (৬) টাকা । বাংলাদেশের বসবাসরত সম্ভাব্য তিন (৩) কোটি সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ চর্মকার থেকে ব্রাহ্মণ এবং আজকের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত-যদি জন প্রতি ২ টাকা অনুদান আদায় করা যায় তবে প্রকল্পটি বাস্তবায়ন এবং সম-অধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং তার জন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য ।

ধন্যবাদান্তে
"আমার দুই টাকার ফান্ড"

তারিখ-০১/০১/২০২৪ইং


বিঃদ্রঃ- সতীর্থ তৈরি করার জন্য আপনার সহপাঠী আত্মীয় স্বজন বন্ধসুজন,সর্বত্র আপনার বিচরন থাকুক অনলাইন দুনিয়ার যে কোনো প্রান্তে । নিত্য নতুন আপডেট তথ্য পেতে সাথে থাকুন।

1 comment:

  1. ধন্যবাদ বিস্তারিত পোস্টের জন্য

    ReplyDelete

Live Chat on WhatsAppwww.amar2tk.org
Namosker, I am website admin JM_S@dhan. How can I help you? ...
Click here to start chat