"আমার ২ টাকার ফান্ড"-এর ফেসবুক, মেসেঞ্জার, গুগলমিট, হোয়াটসএ্যাপসের এডমিন/মডারেটরদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আপনি যে মতবাদেই বিশ্বাসী তা আপনার মাঝেই সীমাবদ্ধ রাখুন। যেহেতু সর্বজনীন ভাবে সনাতনীদের বৃহত্তর কল্যাণের জন্যে আমরা সকলে একত্রিত হয়েছি সেহেতু নিজের এবং এই মহতী কার্যক্রমের নিরপেক্ষতা নিশ্চিতের লক্ষে
সকল প্রকার মতবাদের প্রচার পরিহার করতে হবে।অতএব, এডমিন/মডারেটররা এমন কোন বক্তব্য,মন্তব্য, আলোচনা,সমালোচনা করবেন না,যা বিতর্ক সৃষ্টি করবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধর্ম, মতবাদ, বর্ণ, গোত্র, গোষ্ঠী বা সম্প্রদায়কে কটাক্ষ করে, হেয় করে, ছোট করে অথবা অসম্মান করে পোস্ট, মন্তব্য করা থেকে সম্পুর্ন ভাবে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।
সংগঠনের পক্ষ থেকে এই ঘোষনার পরেও যদি কেউ উপরে উল্লেখিত বিতর্কিত কর্মকাণ্ড করেন বা যুক্ত থাকেন প্রমাণ পাওয়া মাত্রই কোন প্রকার নোটিশ ছাড়াই তাকে বহিষ্কার ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আদেশক্রমে
"আমার ২ টাকার ফান্ড"
No comments:
Post a Comment