কলিং এ্যাপের স্কোরবোর্ড
ব্যাক্তিগত ব্যস্ততার মধ্য থেকেও কলিং এ্যাপের মাধ্যমে সতীর্থগনের সাথে কথা বলেছেন- @চন্দন দাস দাদা, @মোহন রায় জীবন দাদা, @কল্পনা কর্মকার দিদি, @ননী ভূষন দাদা, @কানন দাস দাদা, @মোহন সরকার দাদা, @সঙ্গীতা রায় দিদি, @সবুজ দাস দাদা (সিলেট), @রামকৃষ্ণ রায় দাদা, @শ্রীকান্ত সরকার দাদা, @দিলীপ অধিকারী দাদা, @রিপন কুমার দাদা ও @তুষার সরকার দাদা। পরামর্শ ও মনিটরিং এ ছিলেন @ইঞ্জি. পলাশ বিশ্বাস দাদা। টেকনিক্যাল সাপোর্ট, সার্বক্ষনিক মনিটরিং ও রিপোর্টিং এ দায়ীত্বে @জেএম সাধন।
সবার ঐকান্তিক প্রচেষ্টায় ২ হাজারের অধিক সতীর্থকে ফোনে কল করা হয়েছে। সবচেয়ে বেশি কল করে ১ম স্থানে সঙ্গীতা দিদি, ২য় কানন দাদা, ৩য় ননী দাদা ও ৪র্থ শ্রীকান্ত দাদা।সাকসেস রেটে ১ম স্থানে চন্দন দাদা, যৌথভাবে ২য় জীবন দাদা ও কানন দাদা, ৩য় সঙ্গীতা দিদি ও ৪র্থ ননী দাদা।
কল ও রেটিং উভয়দিক বিবেচনায় বর্তমানে এগিয়ে সঙ্গীতা দিদি, কানন দাদা, চন্দন দাদা ও জীবন দাদা।
* এই স্কোরবোর্ডে কেউ মনক্ষুন্ন হবেন না, এখনো ২য় রাউন্ড বাকি আছে। তবে সবার জন্য সান্তনা পুরস্কার থাকবে। ২য় রাউন্ড কলিং শেষে চুড়ান্ত স্কোরধারী প্রথম ৩ জনের জন্য বিশেষ পুরস্কার *
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্বপ্নের শিক্ষালয়টির শুভ সূচনা অনুষ্ঠানের নিমন্ত্রণ
সুহৃদ,
নমস্কার। আগামীকাল ২১মার্চ ভগবানের অশেষ কৃপায় মঙ্গল ঘট স্থাপন ও ধর্মীয় মাঙ্গলিক ক্রিয়ার মধ্যদিয়ে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্বপ্নের শিক্ষালয়টির শুভ সূচনা হতে যাচ্ছে। এই শুভক্ষণে ময়মনসিংহের তারাকান্দায় আপনি/আপনারা নিমন্ত্রিত।
অনুষ্ঠান সূচি-
- তারিখ: ২১ মার্চ'২৫ (শুক্রবার)
- সকাল ৯ টা: বেদ, গীতা, ভাগবত থেকে পাঠ।
- সকাল ১০ টা: অগ্নিহোত্র যজ্ঞ।
- সকাল ১১টা: নারায়ন পূজা।
- দুপুর ১২:৩০ মিনিট: পূজা অন্তে নাম সংকীর্তন ও প্রার্থনা।
- দুপুর ১:৩০ মিনিট: প্রসাদ বিতরন।
- বিকাল ৪ টা: মত বিনিময় ও আলোচনা সভা।
নিমন্ত্রণে-
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
[হাতে সময় খুবই কম, অনুষ্ঠানটি সফল করতে এখনো আমাদের বড় ধরনের আর্থিক ঘাটতি রয়েছে। সকলের সহায়তা একান্ত কাম্য। সংগঠনের রকেট ও নগদ পারসোনাল / বিকাশ "পেমেন্ট" নম্বর: 01886880299 রেফারেন্স হিসেবে আপনার নিবন্ধিত ফোন নম্বরটি দিন।]
**ছবিতে ব্যানারটি প্রতিকী**
♦বিজ্ঞপ্তি: ১৮/৩/২৫ ইং♦
- ননী ভূষন
- দিলীপ অধিকারী
- চন্দন দাস
- জীবন রায়
- মোহন সরকার
- সংগীতা রায়
- কানন দাস
- কল্পনা কর্মকার
- সবুজ দাস
- শ্রীকান্ত সরকার
- সুমন চক্রবর্তী
- রামকৃষ্ণ রায়
- রিপন কুমার
- পলাশ বিশ্বাস ও জেএম সাধন
বিশেষ আপডেট: ১৩/০৩/২০২৫ ইং
![]() |
(ছবি: কলিং এ্যাপের কর্মকর্তাগণ) |
নমস্কার। সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ এখন পর্যন্ত ৪৮৯ জন সতীর্থ বিভিন্ন পরিমানে মোট ৯৬৩ বার দান করেছেন বৃহত্তর সনাতনীর কল্যানে। এই ৯৬৩ টি দান থেকে শুধুমাত্র সতীর্থদের ভিতর থেকে (সদস্যদের বাইরে মাঠ পর্যায়ে সংগ্রহ বাদে) সংগ্রহিত হয়েছে মোট ৯ লাখ ৫ হাজার ৫ শত ৪৫ টাকা।
জরুরি বিজ্ঞপ্তি
তারাকান্দা উপজেলা পর্যায়ের সমন্বয় ও আলোচনা সভা
ওম্ তৎ সৎ
সম্মানিত সুধী,
নমস্কার। আগামীকাল শুক্রবার (২৭শে ডিসেম্বর, ২০২৪) সকাল ১০ টায় স্থানীয় শান্তিনগর মন্দিরে (তারাকান্দা , ময়মনসিংহ) জানুয়ারি-২০২৫ইং স্কুল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত সমন্বয় সভায় তারাকান্দা উপজেলা তথা আশেপাশের নিবন্ধিত প্রিয় সতীর্থ বৃন্দকে উপস্থিত থেকে আপনার মতামত উপস্থাপন এবং সার্বিক সহযোগিতা করার জন্য আমন্ত্রণ রইলো।
**বিষয়ঃ-তারাকান্দা উপজেলা পর্যায়ের সমন্বয় ও আলোচনা সভা ।*
***তারিখঃ- ২৭/১২/২০২৪ ইং
**সময়ঃ- সকাল ১০ টা
**স্থানঃ- শান্তিনগর মন্দির (তারাকান্দা)
আমন্ত্রণে
জানুয়ারি-২০২৫ স্কুল কার্যক্রম
বাস্তবায়নের আহবায়ক কমিটি
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
প্রধান কার্যালয়ঃ- দাউদপুর তালদিঘী, তারাকান্দা, ময়মনসিংহ