ব্যাক্তিগত ব্যস্ততার মধ্য থেকেও কলিং এ্যাপের মাধ্যমে সতীর্থগনের সাথে কথা বলেছেন- @চন্দন দাস দাদা, @মোহন রায় জীবন দাদা, @কল্পনা কর্মকার দিদি, @ননী ভূষন দাদা, @কানন দাস দাদা, @মোহন সরকার দাদা, @সঙ্গীতা রায় দিদি, @সবুজ দাস দাদা (সিলেট), @রামকৃষ্ণ রায় দাদা, @শ্রীকান্ত সরকার দাদা, @দিলীপ অধিকারী দাদা, @রিপন কুমার দাদা ও @তুষার সরকার দাদা। পরামর্শ ও মনিটরিং এ ছিলেন @ইঞ্জি. পলাশ বিশ্বাস দাদা। টেকনিক্যাল সাপোর্ট, সার্বক্ষনিক মনিটরিং ও রিপোর্টিং এ দায়ীত্বে @জেএম সাধন।
সবার ঐকান্তিক প্রচেষ্টায় ২ হাজারের অধিক সতীর্থকে ফোনে কল করা হয়েছে। সবচেয়ে বেশি কল করে ১ম স্থানে সঙ্গীতা দিদি, ২য় কানন দাদা, ৩য় ননী দাদা ও ৪র্থ শ্রীকান্ত দাদা।সাকসেস রেটে ১ম স্থানে চন্দন দাদা, যৌথভাবে ২য় জীবন দাদা ও কানন দাদা, ৩য় সঙ্গীতা দিদি ও ৪র্থ ননী দাদা।
কল ও রেটিং উভয়দিক বিবেচনায় বর্তমানে এগিয়ে সঙ্গীতা দিদি, কানন দাদা, চন্দন দাদা ও জীবন দাদা।
* এই স্কোরবোর্ডে কেউ মনক্ষুন্ন হবেন না, এখনো ২য় রাউন্ড বাকি আছে। তবে সবার জন্য সান্তনা পুরস্কার থাকবে। ২য় রাউন্ড কলিং শেষে চুড়ান্ত স্কোরধারী প্রথম ৩ জনের জন্য বিশেষ পুরস্কার *
No comments:
Post a Comment