***ওয়েবসাইট আপডেটের কাজ চলমান....*** সারা দেশ ব্যাপি প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সতীর্থ/সেচ্ছাসেবক সংগ্রহ চলছে। সতীর্থ নিবন্ধন ফরম পূরন করে আমাদের সাথে যুক্ত হয়ে এই মহতী উদ্দোগে অংশ নিন***
Showing posts with label তারাকান্দা. Show all posts
Showing posts with label তারাকান্দা. Show all posts

সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্বপ্নের শিক্ষালয়টির শুভ সূচনা অনুষ্ঠানের নিমন্ত্রণ

 ♦ওঁ তৎসৎ♦

"সার্বিক কল্যানে সম্মিলিত প্রচেষ্টা"

সুহৃদ, 

নমস্কার। আগামীকাল ২১মার্চ ভগবানের অশেষ কৃপায় মঙ্গল ঘট স্থাপন ও ধর্মীয় মাঙ্গলিক ক্রিয়ার মধ্যদিয়ে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর  স্বপ্নের শিক্ষালয়টির শুভ সূচনা হতে যাচ্ছে। এই শুভক্ষণে ময়মনসিংহের তারাকান্দায় আপনি/আপনারা নিমন্ত্রিত। 

অনুষ্ঠান সূচি- 

  • তারিখ: ২১ মার্চ'২৫ (শুক্রবার)
  • সকাল ৯ টা: বেদ, গীতা, ভাগবত থেকে পাঠ।
  • সকাল ১০ টা: অগ্নিহোত্র যজ্ঞ।
  • সকাল ১১টা: নারায়ন পূজা।
  • দুপুর ১২:৩০ মিনিট: পূজা অন্তে নাম সংকীর্তন ও প্রার্থনা।
  • দুপুর ১:৩০ মিনিট: প্রসাদ বিতরন।
  • বিকাল ৪ টা: মত বিনিময় ও আলোচনা সভা।

নিমন্ত্রণে- 

সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)


[হাতে সময় খুবই কম, অনুষ্ঠানটি সফল করতে এখনো আমাদের বড় ধরনের আর্থিক ঘাটতি রয়েছে। সকলের সহায়তা একান্ত কাম্য। সংগঠনের রকেট ও নগদ পারসোনাল / বিকাশ "পেমেন্ট" নম্বর: 01886880299 রেফারেন্স হিসেবে আপনার নিবন্ধিত ফোন নম্বরটি দিন।

 **ছবিতে ব্যানারটি প্রতিকী**

বিশেষ আপডেট: ১৩/০৩/২০২৫ ইং

(ছবি: কলিং এ্যাপের কর্মকর্তাগণ) 

নমস্কার। সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ এখন পর্যন্ত ৪৮৯ জন সতীর্থ বিভিন্ন পরিমানে মোট ৯৬৩ বার দান করেছেন বৃহত্তর সনাতনীর কল্যানে। এই ৯৬৩ টি দান থেকে শুধুমাত্র সতীর্থদের ভিতর থেকে (সদস্যদের বাইরে মাঠ পর্যায়ে সংগ্রহ বাদে) সংগ্রহিত হয়েছে মোট ৯ লাখ ৫ হাজার ৫ শত ৪৫ টাকা।

কলিং কার্যক্রম শুরুর পরথেকে (১৪ ফেব্রুয়ারি) এ পর্যন্ত ২০৫ টি দান জমা হয়েছে। এই ২০৫ টি দানের মধ্যে সরাসরি কলিং এ্যাপে যোগাযোগের পরে দান এসেছে ১৮১ টি। বাকি ২৬ টি দানের মধ্যে কিছু সদস্য স্বপ্রনদিত হয়ে দিয়েছেন, কিছু সদস্যকে অন্য কোন সক্রিয় সদস্য কথা বলে দানের ব্যাপারে বলেছেন ব্যক্তিগত পরিচয়ে, কিছু সদস্য গ্রুপ-অনলাইনে পোস্ট দেখে দিয়েছেন। এরমধ্যে সর্বনিম্ন দানের পরিমান ৭ টাকা। যে যার সামর্থ অনুসারে একটু এগিয়ে আসুন। আসছে ২১শে মার্চ'২৫ শুক্রবার ঈশ্বর কৃপায় মঙ্গল ঘটস্থাপন ও স্কুলের শুভ সূচনা ময়মনসিংহের তারাকান্দায় সুসম্পন্ন হবে, আপনি/আপনারা নিমন্ত্রিত।

যারা প্রতিনিয়ত সংগঠনের জন্য তথা সনাতনীদের বৃহত্তর স্বার্থে অক্লান্ত পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন, পকেটের টাকা খরচ করে ফোনে কথা বলছেন, কথা বলতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন তাদের সকলের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আর যারা নিজের ঘাম ঝড়ানো পরিশ্রমের উপার্জন এসডিএফ এর এই মহান কর্মযজ্ঞে দান করেছেন তাদের প্রতি অফুরান ভালোবাসা ও শ্রদ্ধা। এখনো যারা অনুদান পাঠানোর চেস্টায় রয়েছেন তাদের জন্যও অনেক অনেক শুভ কামনা।

ঈশ্বর সকলের মঙ্গল করুন। নিশ্চই তিনি এতগুলো মানুষের হৃদয়ের আকুতি শুনবেন এবং আমাদেরকে সফলতার স্নিগ্ধ আলোয় চারিদিক আলোকিত করবেন।

Special updates: 13/03/2025

Namoskar. So far in the Sanity Development Foundation (SDF), 4 teammates have donated a total of 5 times to the welfare of the Greater Sanatan. A total of Rs.

Twenty -two donations have been submitted so far on the launch of the calling program (February 7). Of these 20 donations, there are 5 donations after contacting the direct calling app. Of the remaining 20 donations, some members have been self-deprecating, some of the members have said about the donation of another active member, some members have seen the group-on online. Of this, the minimum donation amount is Tk. Those who come forward a little bit. On Friday, March 28, God will be accomplished on Friday, and the good start of the school will be completed in the Tarakanda of Mymensingh, you/you are invited.
Gentle respect and gratitude to all those who are constantly working tirelessly for the organization, as well as for the greater interest of the traditional organizations, are spending time, spending money on the phone, talking on the phone, talking. And those who have donated their own sweaty hard work in this great work of SDF are love and respect. There are many good wishes for those who are still in the effort to send grants.

God bless everyone. Certainly he will listen to the hearts of so many people and enlighten us all around in the soft light of success.

Live Chat on WhatsAppwww.amar2tk.org
Namosker, I am website admin JM_S@dhan. How can I help you? ...
Click here to start chat