"সার্বিক কল্যানে সম্মিলিত প্রচেষ্টা"
সুহৃদ,
নমস্কার। আগামীকাল ২১মার্চ ভগবানের অশেষ কৃপায় মঙ্গল ঘট স্থাপন ও ধর্মীয় মাঙ্গলিক ক্রিয়ার মধ্যদিয়ে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্বপ্নের শিক্ষালয়টির শুভ সূচনা হতে যাচ্ছে। এই শুভক্ষণে ময়মনসিংহের তারাকান্দায় আপনি/আপনারা নিমন্ত্রিত।
অনুষ্ঠান সূচি-
- তারিখ: ২১ মার্চ'২৫ (শুক্রবার)
- সকাল ৯ টা: বেদ, গীতা, ভাগবত থেকে পাঠ।
- সকাল ১০ টা: অগ্নিহোত্র যজ্ঞ।
- সকাল ১১টা: নারায়ন পূজা।
- দুপুর ১২:৩০ মিনিট: পূজা অন্তে নাম সংকীর্তন ও প্রার্থনা।
- দুপুর ১:৩০ মিনিট: প্রসাদ বিতরন।
- বিকাল ৪ টা: মত বিনিময় ও আলোচনা সভা।
নিমন্ত্রণে-
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
[হাতে সময় খুবই কম, অনুষ্ঠানটি সফল করতে এখনো আমাদের বড় ধরনের আর্থিক ঘাটতি রয়েছে। সকলের সহায়তা একান্ত কাম্য। সংগঠনের রকেট ও নগদ পারসোনাল / বিকাশ "পেমেন্ট" নম্বর: 01886880299 রেফারেন্স হিসেবে আপনার নিবন্ধিত ফোন নম্বরটি দিন।]
**ছবিতে ব্যানারটি প্রতিকী**
No comments:
Post a Comment