আমাদের উদ্যোগ/পরিকল্পনা/প্রয়াস/কার্যক্রম সফল করার মানসে আমরা যারা এক হয়েছি/হচ্ছি সকলের উদ্দেশ্যে কয়েকটি অনুরোধ:
১) অত্র কার্যক্রম সম্পর্কে পুরোপুরি অবগত না হয়ে থাকলে এই লিঙ্কটি (https://www.amar2tk.org/p/blog-page_10.html) ওপেন করে যথেষ্ট মনোযোগ সহকারে পুরোটা পড়বেন। নতুন সতীর্থ সংগ্রহের জন্যও উক্ত লিঙ্কটি প্রেরণ করে তাকেও একই কাজ করতে বলবেন। সেইসাথে তিনিও যেন নতুন সতীর্থ সংগ্রহের ক্ষেত্রে একই কাজ করেন সেরকম অনুরোধ করবেন।
২) যদি কেউ এখনো গুগল ফরম পূরণ করে সতীর্থ হিসেবে যোগদান না করে থাকেন তবে উক্ত লিঙ্কে প্রবেশ করে আর্টিকেলটির শেষে দেওয়া গুগল ফরমটি পূরণ করে সতীর্থ হিসেবে যুক্ত হবেন।
৩) যেহেতু আপনি উক্ত কাজে নিজের যতটুকু সম্ভব সময়-মেধা-শ্রম নিয়োগ করার জন্য যুক্ত হয়েছেন, আপনার বিনোদনের সময় থেকে একটু সময় বাঁচিয়ে বা সারাদিনের মধ্যে একটু সময় বের করে সারাদেশে পরিচিত সনাতনীদের অত্র কার্যক্রম সম্পর্কে জানানোর পাশাপাশি সতীর্থ সংগ্রহের যথাসম্ভব চেষ্টা করবেন এবং প্রতিদিন রাত ৯টা থেকে ১২ পর্যন্ত মিটিং-এ যোগদান করে অন্যদের মতামত শোনা ও প্রয়োজনে নিজ নিজ মতামত প্রদান করে কানেক্টিভিটি রক্ষা করবেন এবং তথ্য সম্পর্কে আপডেট থাকবেন।
বি: দ্র: বাংলাদেশী সনাতনীদের সামগ্রিক কল্যাণের জন্য গৃহীত কার্যক্রমটি সফল করতে প্রত্যেকের অবদান একান্ত জরুরি।