***ওয়েবসাইট আপডেটের কাজ চলমান....*** সারা দেশ ব্যাপি প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সতীর্থ/সেচ্ছাসেবক সংগ্রহ চলছে। সতীর্থ নিবন্ধন ফরম পূরন করে আমাদের সাথে যুক্ত হয়ে এই মহতী উদ্দোগে অংশ নিন***

প্রকল্পের ১ম শিক্ষালয়ের জমি নির্বাচন সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি



সম্মানিত সতীর্থ বৃন্দ,

নমস্কার । অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, ময়মনসিংহ জেলায় তারাকান্দা উপজেলার প্রস্তাবিত জমির মালিকপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে। আলোচনায় এই জমিটি আমাদের শিক্ষা প্রকল্পের ১ম শিক্ষালয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যদদিয়ে আমরা আরো এক ধাপ অগ্রসর হলাম। আমাদের সকলের প্রত্যাশা, চিন্তা-চেতনা ও দ্বায়িত্ব আরো বেড়ে গেলো। আর পিছন ফিরে তাকাবার পথ নাই, এখন ঈশ্বরের নামে শুধুই সামনে এগিয়ে চলা। 

আগামী মার্চ মাসের মধ্যে চুক্তিপত্র সম্পাদন করা হবে মর্মে আলোচনা হয়েছে। তারই প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের একটি ব্যাংক একাউন্ট খোলার  কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি আপনাদের সহযোগিতায় জমিটির চুক্তিপত্র সম্পাদন করতে পারব। নিশ্চয়ই ভগবান আমাদের এই মহৎ কাজে সফলতা প্রদান করবেন -এই বিশ্বাস বুকে লালন করে সকল সনাতনীদের জন্য সর্বজনীন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে আমরা ব্রতী হয়েছি।

আসুন, আমরা আগামী প্রজন্মের ধর্মীয় চেতনাকে প্রসারিত করতে আমাদের কার্যক্রমকে সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যাই। প্রচার ও সতীর্থ সংগ্রহ অব্যাহত রাখুন ও সহায়তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন।


ধন্যবাদান্তে-

এডমিন প্যানেল

"আমার ২ টাকার ফান্ড"

[আরো জানতে নিয়মিত গুগলমিট আলোচনায় যুক্ত থাকুন]

সতীর্থ সংখ্যার আপডেট তথ্য

🙏🏻নমস্কার 🙏🏻

প্রিয় সতীর্থ বৃন্দ, 
আমাদের ওয়েবসাইটে এখন থেকে পুরো বরিশাল বিভাগের ৬টি জেলার (বরিশাল, পটুয়াখালী, ভোলা, ররগুনা, ঝালকাঠি ও পিরোজপুর) প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে সতীর্থ সংখ্যার আপডেট তথ্য দেখতে পারবেন।

সেইসাথে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও পঞ্চগড় জেলার সর্বশেষ তথ্য, প্রতিনিধিগণের নাম ও হোয়াটআপ নম্বর আপডেট করা হয়েছে।
    
ক্রমান্বয়ে অন্যান্য বিভাগের সকল জেলা উপজেলার আপডেট সতীর্থ  সংখ্যা প্রকাশ করা হবে। চোখ রাখুন www.amar2tk.org তে। 

কোন তথ্যে ভুল-ত্রুটি থাকলে কমেন্টে লিখুন অথবা হোয়াসএ্যাপে জানান।

লালমনিরহাট জেলা সতীর্থদের মিট-আপ

🙏🏻 নমস্কার 🙏🏻

আজ শনিবার ০৩/০২/২০২৪ সনাতনধর্মীয় আবাসিক শিক্ষাপীঠ গড়ার লক্ষ্যে "আমার ২ টাকার ফান্ড" প্রকল্পের লালমনিরহাট জেলা থেকে নিবন্ধিত সতীর্থদের সাথে মিট-আপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। লালমনিরহাট জেলার সকল সতীর্থ ও শুভাকাঙ্খি সুহৃদগণকে  উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবান্ধব আমন্ত্রণ জানাচ্ছি।


আমন্ত্রণে-

লালমনিরহাট জেলা প্রতিনিধি

আমার ২ টাকার ফান্ড


স্থানঃ লালমনিরহাট আদর্শপাড়া রাধামাধব মন্দির প্রাঙ্গন

সময়ঃ দুপুর ১ টা

প্রয়োজনে কল করুনঃ ০১৭৩৫৬৮৯৫৪৬ / ০১৫৮০৩৭২৯৫




সিলেট বিভাগের ৪টি জেলার তথ্য আপডেট (২৮ জানুয়ারি ২০২৪)

 


🙏🏻নমস্কার 🙏🏻

প্রিয় সতীর্থ বৃন্দ, আমাদের ওয়েবসাইটে এখন থেকে পুরো সিলেট বিভাগের ৪টি জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে সতীর্থ সংখ্যার আপডেট তথ্য দেখতে পারবেন। ক্রমান্বয়ে অন্যান্য বিভাগের সকল জেলা উপজেলার আপডেট সতীর্থ  সংখ্যা প্রকাশ করা হবে। চোখ রাখুন www.amar2tk.org তে। 

কোন তথ্যে ভুল-ত্রুটি থাকলে কমেন্টে লিখুন অথবা হোয়াসএ্যাপে জানান।

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪

🙏🏻নমস্কার 🙏🏻

প্রিয় সতীর্থ বৃন্দ, আমাদের ওয়েবসাইটে এখন থেকে পুরো রাজশাহী বিভাগের ৮টি জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে সতীর্থ সংখ্যার আপডেট তথ্য দেখতে পারবেন। ক্রমান্বয়ে অন্যান্য বিভাগের সকল জেলা উপজেলার আপডেট সতীর্থ  সংখ্যা প্রকাশ করা হবে। চোখ রাখুন www.amar2tk.org তে। 

কোন তথ্যে ভুল-ত্রুটি থাকলে কমেন্টে লিখুন অথবা হোয়াসএ্যাপে জানান।

কুচক্রী চক্রান্তের শকুন দৃষ্টি আমাদের প্রকল্পকে বাধা দেবার অপচেষ্টা

শুভাকাঙ্খি ও সারথীগণ,

নমস্কার সকলকে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই সৎ ও মহৎ কাজ কে ব্যাহত করতে অজ্ঞাত একটি চক্র উঠে পড়ে লেগেছে। তারা অনেকগুলো ভিন্ন ভিন্ন ফেসবুক এ্যাকাউন্ট থেকে আমাদের ওয়েবসাইটের লিংক কে স্পাম হিসেবে রিপোর্ট করেছে। তাই ফেসবুক কতৃপক্ষ ফেসবুক থেকে আমাদের এই ওয়েব সাইটের সকল ধরনের লিংক রিমুভ করে দিচ্ছে। লিংক পোস্টকারী আইডিতে নোটিফিকেসন দিচ্ছে। আমরা রিভিউ আবেদন করে রাখছি। আশা করি

লিফলেট বা হান্ডবিলের জন্য স্পনসর সংক্রান্ত বিজ্ঞপ্তি

 ওঁ তৎ সৎ

নমস্কার।

'আমার ২ টাকার ফাণ্ড' এডমিন প্যানেলের সীদ্ধান্ত ক্রমে জানাচ্ছি যে, এই জানুয়ারী মাসের মধ্যে আমরা ১০(দশ) হাজার রঙিন লিফলেট ছাপিয়ে বিভিন্ন জেলা/উপজেলায় প্রচারের জন্য পাঠানোর লক্ষমাত্রা নির্ধারন করেছি। সর্বনিম্ন ২(দুই) হাজার লিফলেটের খরচ বহন করে আপনি/আপনারা নিজ প্রতিষ্ঠান/ব্যবসা/দোকান কিংবা সৌজন্যে নিজের নাম ব্যবহার করতে পারেন। এতে আপনার/প্রতিষ্ঠানের প্রচারে সহায়ক হবে বলে মনে করি। এটি মূলত বানিজ্যিক বিজ্ঞাপন নয়, এটি আমাদের কার্যক্রমের প্রতি সমর্থন ও সহায়তার জন্য অনুদান স্বরূপ। 

যারা নিচের নমুনা রঙিন লিফলেটের ২ হাজার কপির স্পনসর হতে আগ্রহী তাদেরকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।

অনুরোধে-

আমার ২ টাকার ফাণ্ড পরিবার

যোগাযোগ: +8801750142192 (লিটন সাহা)






সনাতন শিক্ষালয়ের প্রস্তাবিত জমি পরিদর্শন সম্পর্কিত ঘোষনা

নমস্কার। 

প্রিয় সুহৃদ ও সতীর্থ বৃন্দ, 
'আমার ২ টাকার ফাণ্ড' এর পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি যে- আগামী ১৬ই ফেব্রুয়ারি'২৪ (শুক্রবার) ময়মনসিংহ জেলার তারাকান্দায় প্রস্তাবিত(সম্ভাব্য) সেই ৭ একর জমি সরেজমিন পরিদর্শনের জন্য যাচ্ছে আমাদের একটি প্রতিনিধি দল। 

প্রথমে ভার্চুয়াল মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়েছিলো। এই প্রকল্পের এটাই প্রথম বারের মতো সরাসরি একত্রিত হওয়া ও জমি পরিদর্শনে যাওয়া। যা আমাদের প্রকল্পের জন্য একটি শুভ পদক্ষেপ। দেশের যেকোন প্রান্তের সতীর্থ ও শুভাকাঙ্খি সুহৃদ প্রতিনিধি দলের সাথে যুক্ত হয়ে কালের স্বাক্ষী হতে পারেন। আমাদের সাথে যুক্ত হতে এডমিন প্যানেলের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। 

উল্লেখ্য, যারা সম্ভাব্য প্রস্তাবিত জমি পরিদর্শনে যাবেন তাদেরকে যাতায়তসহ সকল খরচ নিজেকে বহন করতে হবে। আমাদের প্রকল্পের ফাণ্ড থেকে কোন ব্যয়ভার নেয়া হবে না। 

♦ তারিখ: ১৬ই ফেব্রুয়ারি'২৪ (শুক্রবার) 
♦ ঢাকা থেকে যাত্রা শুরু: সকাল ৭ টা 
♦ নিশ্চিত করণ: ১০ ফেব্রুয়ারির মধ্যে (যারা প্রতিনিধি দলে যুক্ত হবেন) 
♦ ময়মনসিংহ থেকে ফিরতি যাত্রা: বিকাল ৪:৩০মি 
♦ ঢাকা ফেরতের সম্ভাব্য সময়: রাত ৮ টা 

আহব্বানে- 
আমার ২ টাকার ফাণ্ড পরিবার

[যোগাযোগ: +8801712657555 /+8801886880299 (ফোন কল অথবা হোয়াটআপ করুন)]




আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪

🙏🏻নমস্কার 🙏🏻

প্রিয় সতীর্থ বৃন্দ, আমাদের ওয়েবসাইটে এখন থেকে পুরো রংপুর বিভাগের ৮টি জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে সতীর্থ সংখ্যার আপডেট তথ্য দেখতে পারবেন। যেহেতু ২ ধাপের কাজ রংপুর বিভাগ থেকে শুরু হচ্ছে তাই রংপুর বিভাগের সতীর্থ সংখ্যা প্রথমে আপডেট করা হলো। ক্রমান্বয়ে অন্যান্য বিভাগের সকল জেলা উপজেলার আপডেট সতীর্থ  সংখ্যা প্রকাশ করা হবে। চোখ রাখুন www.amar2tk.org তে। 

কোন তথ্যে ভুল-ত্রুটি থাকলে কমেন্টে লিখুন অথবা হোয়াসএ্যাপে জানান।

“দ্বিতীয় ধাপের কার্যক্রম বিষয়ক বিজ্ঞপ্তি”

“দ্বিতীয় ধাপের কার্যক্রম বিষয়ক বিজ্ঞপ্তি”
ও৩ম্ তৎ সৎ

সম্মানিত সুধী,
নমস্কার।
ইতোমধ্যে বেশিরভাগ জেলাতে ১০ জনের অধিক সতীর্থ যুক্ত হওয়ায় সেই সেই জেলায় অত্র কার্যক্রমকে বেগবান ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য স্ব স্ব জেলার সতীর্থদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের সমর্থনে আমাদের প্রকল্পের লিফলেটে বর্ণিত দ্বিতীয় ধাপের কাজ অর্থাৎ জেলা প্রতিনিধি মনোনীত করার কার্যক্রম পরিচালিত হবে ৩টি পদ্ধতিতে; যথা-
১। সতীর্থদের সমর্থনে ;
২। উপজেলা সমন্বয়কারীদের সমর্থনে ;
৩। এ্যাডমিন প্যানেল কর্তৃক।


১। যেসকল জেলার সকল উপজেলায় ন্যূনতম একজনও সতীর্থ যুক্ত হননি অথচ জেলায় ১০ জনের
Live Chat on WhatsAppwww.amar2tk.org
Namosker, I am website admin JM_S@dhan. How can I help you? ...
Click here to start chat