ওঁ তৎ সৎ
"সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা"
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
প্রধান কার্যালয় : দাউদপুর, তালদিঘি, তারাকান্দা, ময়মনসিংহ
সম্মানিত সুধী,
নমস্কার। ‘সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
সনাতনীদের বহুমুখী উন্নয়নের লক্ষ্যে ‘এসডিএফ' প্রতিষ্ঠিত; যার প্রথম পদক্ষেপ ‘শিক্ষা প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা-সংস্কৃতি-সভ্যতার চর্চা ও আত্মোন্নতি তথা সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আবাসিক সুবিধাসহ গুরুকুলের আদলে আধুনিক শিক্ষালয় গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যা হবে সনাতনীদের জন্য দল-মত-বর্ণ-গোত্র নির্বিশেষে একটি সর্বজনীন জ্ঞানতীর্থ। প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি যেখানে থাকবে সনাতন ধর্মীয় নানাবিধ শিক্ষা; তথ্য-প্রযুক্তিসহ যুগোপযোগী বিবিধ বিষয়, সমৃদ্ধ লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র। যা আগামী প্রজন্মকে আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ এক জাতি গঠনের দৃষ্টান্ত স্থাপন করবে। সাধারণ শিক্ষার্থী ছাড়াও অন্যান্যদের জন্য থাকবে সনাতন ধর্মীয় স্বল্পমেয়াদী কোর্সের ব্যবস্থা।
এই মহতী কাজে স্বল্পআয়ের ব্যক্তিও যাতে অবদান রাখতে পারে সেকারণে সর্বস্তরের সনাতনীদের কাছ থেকে অনুদানে গঠিত। এই তহবিল থেকে শিক্ষা প্রকল্পের সকল ব্যয় নির্বাহ করা হবে।
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমাদের প্রথম পাইলট প্রকল্প শুরু হয়েছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় এবং ইতিমধ্যে জমির বায়নাপত্র সম্পাদন করা হয়েছে। পরবর্তীতে একইভাবে প্রতিটি বিভাগে অন্তত একটি করে শিক্ষালয় গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ও রয়েছে। এমতাবস্থায় ৭ (সাত) একর জমি (প্রথম ধাপে ১ একর ও ক্রমান্বয়ে বাকি ৬ একর) ক্রয়, অবকাঠামো নির্মাণ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রত্যেক সনাতনী পরিবার থেকে অনুদান সংগ্রহ আবশ্যক।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মে ২০২৪ খ্রি. থেকে নিবন্ধিত সতীর্থ/সেচ্ছাসেবকদের মাধ্যমে পর্যায়ক্রমে বাংলাদেশের সর্বত্র অনুদান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
এই মহতী কর্মযজ্ঞে প্রত্যক্ষ ভূমিকা রাখতে ওয়েবসাইটের ‘সতীর্থ নিবন্ধন’ ফরম পূরণ করে সতীর্থ/সেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়ে আগামী প্রজন্মের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্যে আপনার মূল্যবান সময়, শ্রম, মেধা ও অর্থ প্রদান করে স্বধর্মের উন্নতি সাধনে এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করার সবিনয় আহ্বান জানাচ্ছি। আসুন, একজন গর্বিত সনাতনী হিসেবে মাতৃভূমি বাংলাদেশে সনাতনীদের সামগ্রিক কল্যাণে ব্রতী হই এবং সম্মিলিত প্রচেষ্টায় এই মহান প্রয়াস সফল করি।
ধন্যবাদান্তে : সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
-: অনুদান পাঠাতে :-
চলতি হিসাব- 0100256191461 (সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন)
জনতা ব্যাংক লিমিটেড, বাড্ডা শাখা, ঢাকা (রাউটিং- 135260344)
অথবা, বিকাশ পেমেন্ট / নগদ ও রকেট পার্সোনাল- 01886-880299
-: প্রয়োজনবোধে যোগাযোগ করুন :-
মোবাইল: 01712-657555 (সতীর্থ সংক্রান্ত), 01869970401 (দাপ্তরিক তথ্য)
01714-765420 (অনুদান সংক্রান্ত), 01849-128526 (প্রকল্প সংক্রান্ত), 01886-880299 (সার্বিক তথ্য)
বিস্তারিত আপডেট জানতে ভিজিট করুন- www.amar2tk.org ই-মেইল: amar2tk@gmail.com