সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ) এর আওতায় সর্বস্তরের জনসাধারনের কাছ থেকে অনুদান সংগ্রহ উপলক্ষে ময়মনসিংহের তারাকন্দে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ।
আপডেট লিফলেট (প্রকাশ কাল: মে'২৪)
"সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা"
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
প্রধান কার্যালয় : দাউদপুর, তালদিঘি, তারাকান্দা, ময়মনসিংহ
সম্মানিত সুধী,
নমস্কার। ‘সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
সনাতনীদের বহুমুখী উন্নয়নের লক্ষ্যে ‘এসডিএফ' প্রতিষ্ঠিত; যার প্রথম পদক্ষেপ ‘শিক্ষা প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা-সংস্কৃতি-সভ্যতার চর্চা ও আত্মোন্নতি তথা সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আবাসিক সুবিধাসহ গুরুকুলের আদলে আধুনিক শিক্ষালয় গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যা হবে সনাতনীদের জন্য দল-মত-বর্ণ-গোত্র নির্বিশেষে একটি সর্বজনীন জ্ঞানতীর্থ। প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি যেখানে থাকবে সনাতন ধর্মীয় নানাবিধ শিক্ষা; তথ্য-প্রযুক্তিসহ যুগোপযোগী বিবিধ বিষয়, সমৃদ্ধ লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র। যা আগামী প্রজন্মকে আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ এক জাতি গঠনের দৃষ্টান্ত স্থাপন করবে। সাধারণ শিক্ষার্থী ছাড়াও অন্যান্যদের জন্য থাকবে সনাতন ধর্মীয় স্বল্পমেয়াদী কোর্সের ব্যবস্থা।
এই মহতী কাজে স্বল্পআয়ের ব্যক্তিও যাতে অবদান রাখতে পারে সেকারণে সর্বস্তরের সনাতনীদের কাছ থেকে অনুদানে গঠিত। এই তহবিল থেকে শিক্ষা প্রকল্পের সকল ব্যয় নির্বাহ করা হবে।
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমাদের প্রথম পাইলট প্রকল্প শুরু হয়েছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় এবং ইতিমধ্যে জমির বায়নাপত্র সম্পাদন করা হয়েছে। পরবর্তীতে একইভাবে প্রতিটি বিভাগে অন্তত একটি করে শিক্ষালয় গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ও রয়েছে। এমতাবস্থায় ৭ (সাত) একর জমি (প্রথম ধাপে ১ একর ও ক্রমান্বয়ে বাকি ৬ একর) ক্রয়, অবকাঠামো নির্মাণ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রত্যেক সনাতনী পরিবার থেকে অনুদান সংগ্রহ আবশ্যক।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মে ২০২৪ খ্রি. থেকে নিবন্ধিত সতীর্থ/সেচ্ছাসেবকদের মাধ্যমে পর্যায়ক্রমে বাংলাদেশের সর্বত্র অনুদান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
এই মহতী কর্মযজ্ঞে প্রত্যক্ষ ভূমিকা রাখতে ওয়েবসাইটের ‘সতীর্থ নিবন্ধন’ ফরম পূরণ করে সতীর্থ/সেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়ে আগামী প্রজন্মের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্যে আপনার মূল্যবান সময়, শ্রম, মেধা ও অর্থ প্রদান করে স্বধর্মের উন্নতি সাধনে এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করার সবিনয় আহ্বান জানাচ্ছি। আসুন, একজন গর্বিত সনাতনী হিসেবে মাতৃভূমি বাংলাদেশে সনাতনীদের সামগ্রিক কল্যাণে ব্রতী হই এবং সম্মিলিত প্রচেষ্টায় এই মহান প্রয়াস সফল করি।
ধন্যবাদান্তে : সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)
-: অনুদান পাঠাতে :-
চলতি হিসাব- 0100256191461 (সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন)
জনতা ব্যাংক লিমিটেড, বাড্ডা শাখা, ঢাকা (রাউটিং- 135260344)
অথবা, বিকাশ পেমেন্ট / নগদ ও রকেট পার্সোনাল- 01886-880299
-: প্রয়োজনবোধে যোগাযোগ করুন :-
মোবাইল: 01712-657555 (সতীর্থ সংক্রান্ত), 01869970401 (দাপ্তরিক তথ্য)
01714-765420 (অনুদান সংক্রান্ত), 01849-128526 (প্রকল্প সংক্রান্ত), 01886-880299 (সার্বিক তথ্য)
বিস্তারিত আপডেট জানতে ভিজিট করুন- www.amar2tk.org ই-মেইল: amar2tk@gmail.com
প্রকল্পের ১ম শিক্ষালয়ের জমি নির্বাচন সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি
সম্মানিত সতীর্থ বৃন্দ,
নমস্কার । অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, ময়মনসিংহ জেলায় তারাকান্দা উপজেলার প্রস্তাবিত জমির মালিকপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে। আলোচনায় এই জমিটি আমাদের শিক্ষা প্রকল্পের ১ম শিক্ষালয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যদদিয়ে আমরা আরো এক ধাপ অগ্রসর হলাম। আমাদের সকলের প্রত্যাশা, চিন্তা-চেতনা ও দ্বায়িত্ব আরো বেড়ে গেলো। আর পিছন ফিরে তাকাবার পথ নাই, এখন ঈশ্বরের নামে শুধুই সামনে এগিয়ে চলা।
আগামী মার্চ মাসের মধ্যে চুক্তিপত্র সম্পাদন করা হবে মর্মে আলোচনা হয়েছে। তারই প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের একটি ব্যাংক একাউন্ট খোলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি আপনাদের সহযোগিতায় জমিটির চুক্তিপত্র সম্পাদন করতে পারব। নিশ্চয়ই ভগবান আমাদের এই মহৎ কাজে সফলতা প্রদান করবেন -এই বিশ্বাস বুকে লালন করে সকল সনাতনীদের জন্য সর্বজনীন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে আমরা ব্রতী হয়েছি।
আসুন, আমরা আগামী প্রজন্মের ধর্মীয় চেতনাকে প্রসারিত করতে আমাদের কার্যক্রমকে সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যাই। প্রচার ও সতীর্থ সংগ্রহ অব্যাহত রাখুন ও সহায়তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন।
ধন্যবাদান্তে-
এডমিন প্যানেল
"আমার ২ টাকার ফান্ড"
[আরো জানতে নিয়মিত গুগলমিট আলোচনায় যুক্ত থাকুন]
সতীর্থ সংখ্যার আপডেট তথ্য

🙏🏻নমস্কার 🙏🏻
লালমনিরহাট জেলা সতীর্থদের মিট-আপ
🙏🏻 নমস্কার 🙏🏻
আজ শনিবার ০৩/০২/২০২৪ সনাতনধর্মীয় আবাসিক শিক্ষাপীঠ গড়ার লক্ষ্যে "আমার ২ টাকার ফান্ড" প্রকল্পের লালমনিরহাট জেলা থেকে নিবন্ধিত সতীর্থদের সাথে মিট-আপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। লালমনিরহাট জেলার সকল সতীর্থ ও শুভাকাঙ্খি সুহৃদগণকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবান্ধব আমন্ত্রণ জানাচ্ছি।
আমন্ত্রণে-
লালমনিরহাট জেলা প্রতিনিধি
আমার ২ টাকার ফান্ড
স্থানঃ লালমনিরহাট আদর্শপাড়া রাধামাধব মন্দির প্রাঙ্গন
সময়ঃ দুপুর ১ টা
প্রয়োজনে কল করুনঃ ০১৭৩৫৬৮৯৫৪৬ / ০১৫৮০৩৭২৯৫
সিলেট বিভাগের ৪টি জেলার তথ্য আপডেট (২৮ জানুয়ারি ২০২৪)
🙏🏻নমস্কার 🙏🏻
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪
কুচক্রী চক্রান্তের শকুন দৃষ্টি আমাদের প্রকল্পকে বাধা দেবার অপচেষ্টা
শুভাকাঙ্খি ও সারথীগণ,
নমস্কার সকলকে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই সৎ ও মহৎ কাজ কে ব্যাহত করতে অজ্ঞাত একটি চক্র উঠে পড়ে লেগেছে। তারা অনেকগুলো ভিন্ন ভিন্ন ফেসবুক এ্যাকাউন্ট থেকে আমাদের ওয়েবসাইটের লিংক কে স্পাম হিসেবে রিপোর্ট করেছে। তাই ফেসবুক কতৃপক্ষ ফেসবুক থেকে আমাদের এই ওয়েব সাইটের সকল ধরনের লিংক রিমুভ করে দিচ্ছে। লিংক পোস্টকারী আইডিতে নোটিফিকেসন দিচ্ছে। আমরা রিভিউ আবেদন করে রাখছি। আশা করি
লিফলেট বা হান্ডবিলের জন্য স্পনসর সংক্রান্ত বিজ্ঞপ্তি
ওঁ তৎ সৎ
নমস্কার।
'আমার ২ টাকার ফাণ্ড' এডমিন প্যানেলের সীদ্ধান্ত ক্রমে জানাচ্ছি যে, এই জানুয়ারী মাসের মধ্যে আমরা ১০(দশ) হাজার রঙিন লিফলেট ছাপিয়ে বিভিন্ন জেলা/উপজেলায় প্রচারের জন্য পাঠানোর লক্ষমাত্রা নির্ধারন করেছি। সর্বনিম্ন ২(দুই) হাজার লিফলেটের খরচ বহন করে আপনি/আপনারা নিজ প্রতিষ্ঠান/ব্যবসা/দোকান কিংবা সৌজন্যে নিজের নাম ব্যবহার করতে পারেন। এতে আপনার/প্রতিষ্ঠানের প্রচারে সহায়ক হবে বলে মনে করি। এটি মূলত বানিজ্যিক বিজ্ঞাপন নয়, এটি আমাদের কার্যক্রমের প্রতি সমর্থন ও সহায়তার জন্য অনুদান স্বরূপ।
যারা নিচের নমুনা রঙিন লিফলেটের ২ হাজার কপির স্পনসর হতে আগ্রহী তাদেরকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।
অনুরোধে-
আমার ২ টাকার ফাণ্ড পরিবার
যোগাযোগ: +8801750142192 (লিটন সাহা)
সনাতন শিক্ষালয়ের প্রস্তাবিত জমি পরিদর্শন সম্পর্কিত ঘোষনা
♦ তারিখ: ১৬ই ফেব্রুয়ারি'২৪ (শুক্রবার)♦ ঢাকা থেকে যাত্রা শুরু: সকাল ৭ টা♦ নিশ্চিত করণ: ১০ ফেব্রুয়ারির মধ্যে (যারা প্রতিনিধি দলে যুক্ত হবেন)
♦ ময়মনসিংহ থেকে ফিরতি যাত্রা: বিকাল ৪:৩০মি♦ ঢাকা ফেরতের সম্ভাব্য সময়: রাত ৮ টা