নমস্কার।
প্রিয় সুহৃদ ও সতীর্থ বৃন্দ,
'আমার ২ টাকার ফাণ্ড' এর পক্ষ থেকে আনন্দের
সাথে জানাচ্ছি যে- আগামী ১৬ই ফেব্রুয়ারি'২৪ (শুক্রবার) ময়মনসিংহ জেলার তারাকান্দায়
প্রস্তাবিত(সম্ভাব্য) সেই ৭ একর জমি সরেজমিন পরিদর্শনের জন্য যাচ্ছে আমাদের একটি
প্রতিনিধি দল।
প্রথমে ভার্চুয়াল মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়েছিলো। এই
প্রকল্পের এটাই প্রথম বারের মতো সরাসরি একত্রিত হওয়া ও জমি পরিদর্শনে যাওয়া। যা
আমাদের প্রকল্পের জন্য একটি শুভ পদক্ষেপ। দেশের যেকোন প্রান্তের সতীর্থ ও
শুভাকাঙ্খি সুহৃদ প্রতিনিধি দলের সাথে যুক্ত হয়ে কালের স্বাক্ষী হতে পারেন। আমাদের
সাথে যুক্ত হতে এডমিন প্যানেলের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
উল্লেখ্য,
যারা সম্ভাব্য প্রস্তাবিত জমি পরিদর্শনে যাবেন তাদেরকে যাতায়তসহ সকল খরচ নিজেকে বহন
করতে হবে। আমাদের প্রকল্পের ফাণ্ড থেকে কোন ব্যয়ভার নেয়া হবে না।
♦ তারিখ: ১৬ই
ফেব্রুয়ারি'২৪ (শুক্রবার)
♦ ঢাকা থেকে যাত্রা শুরু: সকাল ৭ টা
♦ নিশ্চিত করণ: ১০ ফেব্রুয়ারির মধ্যে (যারা প্রতিনিধি দলে যুক্ত হবেন)
♦ ময়মনসিংহ থেকে ফিরতি যাত্রা:
বিকাল ৪:৩০মি
♦ ঢাকা ফেরতের সম্ভাব্য সময়: রাত ৮ টা
আহব্বানে-
আমার ২ টাকার ফাণ্ড
পরিবার