
এর একজন সতীর্থ হিসেবে আপনার দ্বায়িত্ব কর্তব্য- আপনার নিত্য নৈমিত্তিক কাজের পাশাপাশি বাংলাদেশের যে কোন প্রান্তে সনাতন ধর্মাবলম্বী (কোনো ব্যাক্তি, মতবাদ, সংগঠন,বর্ণের উর্দ্ধে)অধ্যুষিত এলাকা থেকে নুন্যতম একজন নিঃস্বার্থ বান সতীর্থ খুজে বের করা অথবা তৈরি করে গুগল ফর্ম পুরনের মাধ্যমে তার তথ্য নিশ্চিত করা।
****উপজেলা সমন্বয়কারী-আপনার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনুদান আদায়কারী হিসেবে সতীর্থ সংগ্রহ এবং গুগল ফর্ম পূরণের মাধ্যমে তার তথ্য নিশ্চিত করা।
***জেলা প্রতিনিধি - অত্র জেলার সকল উপজেলা সমন্বয়কারীদের সাথে সমন্নয় করে "২৳ ফান্ড" প্রকল্পটি সুশৃংখলভাবে পরিচালনা করে এগিয়ে নেয়া।
***একজন সাধারণ সতীর্থ/অনুদান আদায়কারী হিসেবে আপনি গুগল ফর্ম পূরণের মাধ্যমে আপনার তথ্য দিয়ে সহায়তা করুন এবং চতুর্থ ধাপে অনুদান আদায়কারী হিসেবে আপনার প্রতিবেশীদের কাছ থেকে একদিন সময় দিয়ে যান প্রতি ন্যূনতম দুই টাক হারে অনুদান আদায় করতে সহযোগিতা করুন।
---"আমার ২টাকার ফান্ড"
Amar Mondal
ReplyDelete