সম্মানিত সতীর্থ বৃন্দ,
নমস্কার । অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, ময়মনসিংহ জেলায় তারাকান্দা উপজেলার প্রস্তাবিত জমির মালিকপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে। আলোচনায় এই জমিটি আমাদের শিক্ষা প্রকল্পের ১ম শিক্ষালয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যদদিয়ে আমরা আরো এক ধাপ অগ্রসর হলাম। আমাদের সকলের প্রত্যাশা, চিন্তা-চেতনা ও দ্বায়িত্ব আরো বেড়ে গেলো। আর পিছন ফিরে তাকাবার পথ নাই, এখন ঈশ্বরের নামে শুধুই সামনে এগিয়ে চলা।
আগামী মার্চ মাসের মধ্যে চুক্তিপত্র সম্পাদন করা হবে মর্মে আলোচনা হয়েছে। তারই প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের একটি ব্যাংক একাউন্ট খোলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি আপনাদের সহযোগিতায় জমিটির চুক্তিপত্র সম্পাদন করতে পারব। নিশ্চয়ই ভগবান আমাদের এই মহৎ কাজে সফলতা প্রদান করবেন -এই বিশ্বাস বুকে লালন করে সকল সনাতনীদের জন্য সর্বজনীন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে আমরা ব্রতী হয়েছি।
আসুন, আমরা আগামী প্রজন্মের ধর্মীয় চেতনাকে প্রসারিত করতে আমাদের কার্যক্রমকে সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যাই। প্রচার ও সতীর্থ সংগ্রহ অব্যাহত রাখুন ও সহায়তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন।
ধন্যবাদান্তে-
এডমিন প্যানেল
"আমার ২ টাকার ফান্ড"
[আরো জানতে নিয়মিত গুগলমিট আলোচনায় যুক্ত থাকুন]
এভাবে এগিয়ে যাক সনাতনধর্ম শিক্ষা কার্যক্রম এই কামনা করি ভগবানের কাছে।
ReplyDeleteআমি অনেক খুশি
ReplyDeleteঅনেক খুশি হয়েছি, সবসময় সহায়তা করার মানসিকতা রাখছি 🙏
ReplyDeleteশুভেচ্ছা ও স্বাগতম
ReplyDelete01310470002
ReplyDeleteLiton
ReplyDeleteনমস্কার ও ধন্যবাদ যাদের পরিশ্রমে একটি বাস্তবায়ন হবে
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteJoy sree ram
ReplyDeleteTushar Sarker
ReplyDelete