***ওয়েবসাইট আপডেটের কাজ চলমান....*** সারা দেশ ব্যাপি প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সতীর্থ/সেচ্ছাসেবক সংগ্রহ চলছে। সতীর্থ নিবন্ধন ফরম পূরন করে আমাদের সাথে যুক্ত হয়ে এই মহতী উদ্দোগে অংশ নিন***

কুচক্রী চক্রান্তের শকুন দৃষ্টি আমাদের প্রকল্পকে বাধা দেবার অপচেষ্টা

শুভাকাঙ্খি ও সারথীগণ,

নমস্কার সকলকে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই সৎ ও মহৎ কাজ কে ব্যাহত করতে অজ্ঞাত একটি চক্র উঠে পড়ে লেগেছে। তারা অনেকগুলো ভিন্ন ভিন্ন ফেসবুক এ্যাকাউন্ট থেকে আমাদের ওয়েবসাইটের লিংক কে স্পাম হিসেবে রিপোর্ট করেছে। তাই ফেসবুক কতৃপক্ষ ফেসবুক থেকে আমাদের এই ওয়েব সাইটের সকল ধরনের লিংক রিমুভ করে দিচ্ছে। লিংক পোস্টকারী আইডিতে নোটিফিকেসন দিচ্ছে। আমরা রিভিউ আবেদন করে রাখছি। আশা করি

ফেসবুক আমাদের রিভিও গ্রহন করবে। 

যারা এই ঘৃণ্য কাজ করেছে তারা মূলত চায় না আমরা ভালো কিছু করি। তারা চায় না আমরা সকল সনাতনীদের জন্য সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করি। তারা চায় না আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করি। কুচক্রীরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, দর্শন, কর্ম প্রভৃতিকে বিলুপ্ত করতে তৎপর। 

মিথ্যা দিয়ে কখনই সত্যকে মুছে ফেলা যায় না। হয়তো সাময়িক সময়ের জন্য আড়াল করা যায় মাত্র। তাই কুচক্রী মহল যত ষড়যন্ত্র করুক না কেন আমাদের মহতী উদ্দ্যোগ রাতের আধাঁর ভেঙে ভোরের আভা ছড়াবেই। এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মধ্যদিয়ে আমরা শুধু ধর্মীয় জ্ঞানেই সমৃদ্ধ হবো না, আমাদের ধর্মীয় সুসংস্কার তথা শুদ্ধ জীবন প্রনালী পূনর্জাগরীত হবে। সেই সাথে আমাদের বিভক্তি রোধ করবে ও ধর্ম ত্যাগ রোধ করবে এবং আমরা আমাদের নাগরিক অধিকারকেও সুপ্রতিষ্ঠিত করতে পারবো। 

যারা 'আমার ২ টাকার ফাণ্ড' এর বিরুদ্ধে চক্রান্ত করছে তারা মূলত আমাদের এই সুন্দর কর্মস্পৃহাকে ভয় পায়। তাদের মুখোশ উন্মোচন হবে বলে তারা আমাদেরকে বাধাগ্রস্ত করছে।

প্রিয় সুহৃদ, আসুন আমরা আরো বেশি উদ্দীপ্ত হই। অফলাইন, হটলাইন, অনলাইন ও অন্যান্য প্রকার মাধ্যমে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি। ঈশ্বর সত্য, ন্যায় ও ভালো কাজে সর্বদা সহায়ক। আমাদের উদ্দ্যোগ সফল হবেই, গীতায় ভগবান বলেছেন- ধর্ম ধার্মিককে রক্ষা করেন। 

-"আমার ২ টাকার ফাণ্ড পরিবার"

1 comment:

  1. উদ্দোগ মহৎ। বাস্তবায়ন কঠিন। মিশন ও ভিশন জানালে ভালো হতো। আপনাদের সাফল্য কাম্য।

    ReplyDelete

Live Chat on WhatsAppwww.amar2tk.org
Namosker, I am website admin JM_S@dhan. How can I help you? ...
Click here to start chat