
🙏🏻নমস্কার 🙏🏻
🙏🏻নমস্কার 🙏🏻
🙏🏻 নমস্কার 🙏🏻
আজ শনিবার ০৩/০২/২০২৪ সনাতনধর্মীয় আবাসিক শিক্ষাপীঠ গড়ার লক্ষ্যে "আমার ২ টাকার ফান্ড" প্রকল্পের লালমনিরহাট জেলা থেকে নিবন্ধিত সতীর্থদের সাথে মিট-আপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। লালমনিরহাট জেলার সকল সতীর্থ ও শুভাকাঙ্খি সুহৃদগণকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবান্ধব আমন্ত্রণ জানাচ্ছি।
আমন্ত্রণে-
লালমনিরহাট জেলা প্রতিনিধি
আমার ২ টাকার ফান্ড
স্থানঃ লালমনিরহাট আদর্শপাড়া রাধামাধব মন্দির প্রাঙ্গন
সময়ঃ দুপুর ১ টা
প্রয়োজনে কল করুনঃ ০১৭৩৫৬৮৯৫৪৬ / ০১৫৮০৩৭২৯৫
শুভাকাঙ্খি ও সারথীগণ,
নমস্কার সকলকে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই সৎ ও মহৎ কাজ কে ব্যাহত করতে অজ্ঞাত একটি চক্র উঠে পড়ে লেগেছে। তারা অনেকগুলো ভিন্ন ভিন্ন ফেসবুক এ্যাকাউন্ট থেকে আমাদের ওয়েবসাইটের লিংক কে স্পাম হিসেবে রিপোর্ট করেছে। তাই ফেসবুক কতৃপক্ষ ফেসবুক থেকে আমাদের এই ওয়েব সাইটের সকল ধরনের লিংক রিমুভ করে দিচ্ছে। লিংক পোস্টকারী আইডিতে নোটিফিকেসন দিচ্ছে। আমরা রিভিউ আবেদন করে রাখছি। আশা করি
ওঁ তৎ সৎ
নমস্কার।
'আমার ২ টাকার ফাণ্ড' এডমিন প্যানেলের সীদ্ধান্ত ক্রমে জানাচ্ছি যে, এই জানুয়ারী মাসের মধ্যে আমরা ১০(দশ) হাজার রঙিন লিফলেট ছাপিয়ে বিভিন্ন জেলা/উপজেলায় প্রচারের জন্য পাঠানোর লক্ষমাত্রা নির্ধারন করেছি। সর্বনিম্ন ২(দুই) হাজার লিফলেটের খরচ বহন করে আপনি/আপনারা নিজ প্রতিষ্ঠান/ব্যবসা/দোকান কিংবা সৌজন্যে নিজের নাম ব্যবহার করতে পারেন। এতে আপনার/প্রতিষ্ঠানের প্রচারে সহায়ক হবে বলে মনে করি। এটি মূলত বানিজ্যিক বিজ্ঞাপন নয়, এটি আমাদের কার্যক্রমের প্রতি সমর্থন ও সহায়তার জন্য অনুদান স্বরূপ।
যারা নিচের নমুনা রঙিন লিফলেটের ২ হাজার কপির স্পনসর হতে আগ্রহী তাদেরকে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।
অনুরোধে-
আমার ২ টাকার ফাণ্ড পরিবার
যোগাযোগ: +8801750142192 (লিটন সাহা)
♦ তারিখ: ১৬ই ফেব্রুয়ারি'২৪ (শুক্রবার)♦ ঢাকা থেকে যাত্রা শুরু: সকাল ৭ টা♦ নিশ্চিত করণ: ১০ ফেব্রুয়ারির মধ্যে (যারা প্রতিনিধি দলে যুক্ত হবেন)
♦ ময়মনসিংহ থেকে ফিরতি যাত্রা: বিকাল ৪:৩০মি♦ ঢাকা ফেরতের সম্ভাব্য সময়: রাত ৮ টা
🙏🏻নমস্কার 🙏🏻
বাংলাদেশে বসবাসরত সকল সনাতনীর ধর্মাবলম্বীর কাছ থেকে জনপ্রতি ন্যূনতম দুই ২ (দুই) টাকা করে অনুদান আদায় করে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। তাই আমাদের এই প্রতিষ্ঠানের একাউন্টের নাম “আমার ২ টাকার ফান্ড”
**সম্মানিত সুধী,
আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যঃ-
নমস্কার
১) অত্র কার্যক্রম সম্পর্কে পুরোপুরি অবগত না হয়ে থাকলে এই লিঙ্কটি (https://www.amar2tk.org/p/blog-page_10.html) ওপেন করে যথেষ্ট মনোযোগ সহকারে পুরোটা পড়বেন। নতুন সতীর্থ সংগ্রহের জন্যও উক্ত লিঙ্কটি প্রেরণ করে তাকেও একই কাজ করতে বলবেন। সেইসাথে তিনিও যেন নতুন সতীর্থ সংগ্রহের ক্ষেত্রে একই কাজ করেন সেরকম অনুরোধ করবেন।
২) যদি কেউ এখনো গুগল ফরম পূরণ করে সতীর্থ হিসেবে যোগদান না করে থাকেন তবে উক্ত লিঙ্কে প্রবেশ করে আর্টিকেলটির শেষে দেওয়া গুগল ফরমটি পূরণ করে সতীর্থ হিসেবে যুক্ত হবেন।
৩) যেহেতু আপনি উক্ত কাজে নিজের যতটুকু সম্ভব সময়-মেধা-শ্রম নিয়োগ করার জন্য যুক্ত হয়েছেন, আপনার বিনোদনের সময় থেকে একটু সময় বাঁচিয়ে বা সারাদিনের মধ্যে একটু সময় বের করে সারাদেশে পরিচিত সনাতনীদের অত্র কার্যক্রম সম্পর্কে জানানোর পাশাপাশি সতীর্থ সংগ্রহের যথাসম্ভব চেষ্টা করবেন এবং প্রতিদিন রাত ৯টা থেকে ১২ পর্যন্ত মিটিং-এ যোগদান করে অন্যদের মতামত শোনা ও প্রয়োজনে নিজ নিজ মতামত প্রদান করে কানেক্টিভিটি রক্ষা করবেন এবং তথ্য সম্পর্কে আপডেট থাকবেন।
বি: দ্র: বাংলাদেশী সনাতনীদের সামগ্রিক কল্যাণের জন্য গৃহীত কার্যক্রমটি সফল করতে প্রত্যেকের অবদান একান্ত জরুরি।
"আমার ২ টাকার ফান্ড"-এর ফেসবুক, মেসেঞ্জার, গুগলমিট, হোয়াটসএ্যাপসের এডমিন/মডারেটরদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আপনি যে মতবাদেই বিশ্বাসী তা আপনার মাঝেই সীমাবদ্ধ রাখুন। যেহেতু সর্বজনীন ভাবে সনাতনীদের বৃহত্তর কল্যাণের জন্যে আমরা সকলে একত্রিত হয়েছি সেহেতু নিজের এবং এই মহতী কার্যক্রমের নিরপেক্ষতা নিশ্চিতের লক্ষে