আলোর মুখ দেখতে শুরু করছে

 

"সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা"

প্রিয় সুধী,

বহুল প্রতিক্ষিত সেই "সনাতনী জ্ঞানতীর্থ" শিক্ষা প্রতিষ্ঠান ছোট পরিসরে হলেও অবশেষে, পাঠদান কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছে (সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর একটি প্রকল্প শিক্ষা) । স্নাতক এবং স্নাতকোত্তর ৬ জন শিক্ষার্থীকে পাঁচদিনের ট্রেনিং শেষে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের মাধ্যমে গত ২৩ শে এপ্রিল রোজ বুধবার থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে ‌। 

৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং 

শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিকাল ৩ঃ৩০ টা থেকে বিকাল ৫ঃ৩০ টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলমান রয়েছে।


পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয়ে প্রাইভেট ভাবে প্রতিদিন বিকাল ৪ টা থেকে ৬টা পর্যন্ত শিক্ষা প্রদান করা হচ্ছে। 

Live Chat on WhatsAppwww.amar2tk.org
Namosker, I am website admin JM_S@dhan. How can I help you? ...
Click here to start chat